"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Potential Energy in Bengali

Potential Energy কাকে বলে?

Definition (1):

পদার্থবিদ্যায়, Potential Energy বা বিভব শক্তি হলো সেই কার্যক্ষমতা বা শক্তি যা একটি বস্তু অন্য বস্তুদের তুলনায় এর অবস্থান, নিজের মধ্যের চাপসমূহ, এর বৈদ্যুতিক আধান, বা অন্যান্য কারণগুলোর জন্য ধারণ করে।

Definition (2):

সঞ্চিত শক্তি যা একটি সিস্টেমের বা ব্যবস্থার বিভিন্ন অংশের আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে তাকে বিভব শক্তি বলা হয়। একটি স্প্রিং-কে যখন সংকুচিত বা সম্প্রসারিত করা হয় তখন এর বিভব শক্তি স্থির অবস্থার থেকে আরও বেশী থাকে।

Definition in English:

“In physics, potential energy is the energy held by an object because of its position relative to other objects, stresses within itself, its electric charge, or other factors.”

Use of the term in Sentences:

  • When a spring is stretched or compressed, it holds more potential energy.
  • Common forms of potential energy are gravitational, electric, and elastic potential energy.
Share it: