"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Kinetic Energy in Bengali

Kinetic Energy কাকে বলে?

Definition (1):

Kinetic energy বা গতিশক্তি হলো শক্তির একটি রূপ যা একটি পদার্থ বা কণা এর গতির কারণে লাভ করে। যদি নিট শক্তি প্রয়োগ করে কোনও বস্তুর উপরে শক্তি স্থানান্তরকারী কাজ করা হয় তবে বস্তুটি এর গতি বাড়ায় এবং এর ফলে গতিশক্তি অর্জন করে। গতিশক্তি একটি চলমান বস্তু বা কণার বৈশিষ্ট্য এবং এটি কেবল তার গতির উপর নয় তার ভরের উপরও নির্ভর করে।

Definition (2):

একটি বস্তু এর গতির কারণে যে শক্তি ধারণ করে তাকে গতিশক্তি বলা হয়। m ভরবিশিষ্ট একটি বস্তু v বেগে গতিশীল থাকলে এর 1/2mv2 মানের একটি গতিশক্তি থাকে।

Definition in English:

”Kinetic energy is the energy an object possesses due to its motion.”

Use of the term in Sentences:

  • A pendulum that is swinging is an example of kinetic energy.
  • Harry is solving the mathematics of kinetic energy.
Share it: