"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Hardware in Bengaliবাহ্যিক যন্ত্রপাতি যার সমন্বয়ে একটি কম্পিউটার ব্যবস্থা সৃষ্টি হয় তাকে Hardware বলা হয়। ধাতুনির্মিত ব্যবহার্য দ্রব্যাদি যেমন: ছুরি, কাঁচি, তৈজসপত্র, বা মেশিনের যন্ত্রপাতি প্রভৃতিকেও হার্ডওয়্যার বলে।
Definition of Microcomputer in Bengaliএকটি Microcomputer হলো একটি ছোটো মাপের সম্পূর্ণ কম্পিউটার যা একটি সময়ে একজন ব্যক্তির ব্যবহারের জন্য পরিকল্পিত হয়েছে।
Definition of Minicomputer in BengaliMinicomputer হলো এক ধরনের কম্পিউটার যার একটি বড়ো কম্পিউটারের বেশীর ভাগ বৈশিষ্ট্যসমূহ এবং কার্যক্ষমতাসমূহ থাকে কিন্তু আকারে ছোট হয়।
Definition of Supercomputer in Bengaliএকাধিক মেইনফ্রেম কম্পিউটারকে সংযুক্ত করে যে কম্পিউটার তৈরী করা হয় তাকে Supercomputer বলা হয়।
Definition of Mainframe Computer in BengaliMainframe Computer হলো এক ধরনের কম্পিউটার যা সাধারণতঃ এর বৃহৎ আকার, ধারণ ক্ষমতা, এবং উচ্চ স্তরের বিশ্বস্ততার জন্য পরিচিত।
Definition of Artificial Intelligence in Bengaliএকটি উন্নয়নশীল প্রযুক্তি যা কম্পিউটারসমূহকে কল্পনা, বিমূর্ত যুক্তি, এবং সাধারণ জ্ঞান প্রয়োগ করে সমস্যাসমূহ সমাধানের অনুমোদন দেয় তাকে Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।
Definition of Very Large-Scale Integration (VLSI) in BengaliVery Large-Scale Integration (VLSI) বা অতি বৃহদায়তন সমন্বয় হলো একটি পৃথক চিপের ওপর দশ লক্ষের মতো ধাতব অক্সাইড অর্ধপরিবাহী ট্রানসিস্টরের সমন্বয়ে একটি সমন্বিত বর্তনী সৃষ্টির প্রক্রিয়া।
Definition of Large-Scale Integrated (LSI) Circuit in Bengaliযে সুপারচিপ হাজার ধরনের ছোট ট্রানসিস্টর ধারণ করে তাকে Large-Scale Integrated (LSI) Circuit বা বৃহদায়তন সমন্বিত বর্তনী বলা হয়।
Definition of Integrated Circuit in BengaliIntegrated Circuit বা সমন্বিত বর্তনী হলো ছোট সিলিকন চিপ যা কয়েক ডজন ছোট্ট ট্রানসিস্টর এবং সংযোগসমূহ ধারণ করে। এগুলো তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়।
Definition of Debt Ratio in BengaliDebt Ratio বা ঋণ অনুপাত হলো একটি ঋণ পরিশোধ করার ক্ষমতার অনুপাত যা একটি প্রতিষ্ঠানের মোট দায়সমূহকে এর মোট সম্পদসমূহের একটি শতকরা হিসেবে প্রকাশ করে।