"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Mainframe Computer in Bengali

Mainframe Computer কাকে বলে?

Definition (1):

সর্বাধিক ধারণক্ষমতাসম্পন্ন, বৃহত্তম এবং দ্রুততম ধরনের কম্পিউটারকে Mainframe Computer বলা হয়।

Definition (2):

মেইনফ্রেম কম্পিউটার হলো এক ধরনের কম্পিউটার যা সাধারণতঃ এর বৃহৎ আকার, ধারণ ক্ষমতা, এবং উচ্চ স্তরের বিশ্বস্ততার জন্য পরিচিত। বড় প্রতিষ্ঠানসমূহ জটিল এ্যাপ্লিকেশনসমূহ, যেগুলোর জন্য বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়, সেগুলোর জন্য এই কম্পিউটারগুলো প্রাথমিকভাবে ব্যবহার করতো।

Definition (3):

একটি সুউচ্চ কর্মদক্ষতাসম্পন্ন কম্পিউটার যা বিপুল পরিমাণ, প্রসেসর-নিবিড় গণণার জন্য তৈরী করা হয় তাকে মেইনফ্রেম কম্পিউটার বলে।

Definition in English:

“The largest and fastest type of computer, with the greatest storage capacity.”

Use of the term in Sentences:

  • Large organizations used mainframe computers for high-volume data processing.
  • Mainframe computers have the capability of running multiple operating systems. 
Share it: