"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Return on Equity in BengaliReturn on Equity বা ইক্যুইটির ওপর লাভ মালিকদের এবং শেয়ারধারণকারীদের প্রতি ডলার বিনিয়োগের ওপর কোম্পানি কি পরিমাণ লাভ আয় করে তার পরিমাপক।
Definition of Return on Sales in BengaliReturn on Sales বা বিক্রয়ের ওপর লাভ একটি প্রতিষ্ঠানের লাভজনকতা, বা এর আয় উৎপাদনের ক্ষমতা পরিমাপ করে; নিট আয়কে নিট বিক্রয় দিয়ে ভাগ করে এটা নির্ণয় করা হয়।
Definition of Profitability Ratio in Bengaliযে অনুপাত একটি প্রতিষ্ঠানের আয়কে বিক্রয় বা বিনিয়োগের সাথে তুলনা করে এর আর্থিক কর্মদক্ষতা পরিমাপ করে তাকে Profitability Ratio বা লাভজনকতা অনুপাত বলা হয়।
Definition of Accounts Receivable Turnover in Bengaliএক বছরের মধ্যে কতোবার গড় প্রাপ্য হিসাবসমূহ সংগৃহীত হয়েছে তাকে Accounts Receivable Turnover বলা হয়।
Definition of Activity Ratio in BengaliActivity Ratio বা সক্রিয়তা অনুপাত কতো দক্ষতার সাথে সম্পদসমূহ আয় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তার পরিমাপক।
Definition of Quick Ratio in Bengaliএকটি প্রতিষ্ঠানের আশু তারল্যের পরিমাপকে Quick Ratio বা দ্রুত অনুপাত বলা হয়। দ্রুত সম্পদসমূহকে চলতি দায়সমূহ দ্বারা ভাগ করে এটি নির্ণয় করা হয়।
Definition of Current Ratio in Bengaliএকটি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী সম্পদসমূহ থেকে এর স্বল্পমেয়াদী দায়সমূহ পরিশোধ করার ক্ষমতার পরিমাপকে Current Ratio বা বর্তমান অনুপাত বলা হয়।
Definition of Liquidity Ratio in Bengaliএকটি প্রতিষ্ঠানের প্রদেয় স্বল্পমেয়াদী দেনাসমূহ পরিশোধ করার ক্ষমতার পরিমাপকে Liquidity Ratio বা তারল্য অনুপাত বলা হয়।
Definition of Ratio Analysis in Bengaliআর্থিক বিবৃতির বিভিন্ন উপকরণের মধ্যে যৌক্তিক সম্পর্কসমূহের তুলনার মাধ্যমে আর্থিক তথ্যসমূহ বিশ্লেষণের একটি পদ্ধতিকে Ratio Analysis বা অনুপাত বিশ্লেষণ বলা হয়।
Definition of Common-Size Statements in Bengaliএকটি আর্থিক বিবৃতির বিভিন্ন উপাদানসমূহকে একই আর্থিক বিবৃতির অন্য উপাদানের শতকরা হিসেবে প্রকাশ করে আর্থিক তথ্য বিশ্লেষণের একটি পদ্ধতি হলো Common-Size Statements.