"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Minicomputer in Bengali

Minicomputer কাকে বলে?

Definition (1):

মেইনফ্রেম কম্পিউটারের একটি ক্ষুদ্রতর এবং ধীরতর সংস্করণকে Minicomputer বলা হয়।

Definition (2):

মিনিকম্পিউটার হলো এক ধরনের কম্পিউটার যার একটি বড়ো কম্পিউটারের বেশীর ভাগ বৈশিষ্ট্যসমূহ এবং কার্যক্ষমতাসমূহ থাকে কিন্তু আকারে ছোট হয়।

Definition (3):

যে কম্পিউটারের একটি মেইনফ্রেমের চেয়ে কম কিন্তু মাইক্রোকম্পিউটারের চেয়ে বেশী প্রক্রিয়াকরণ এবং ধারণ ক্ষমতা থাকে তাকে মিনিকম্পিউটার বলে। মিনিকম্পিউটার, মেইনফ্রেম এবং মাইক্রোকম্পিউটারের মাঝামাঝি ধরনের একটি কম্পিউটার যা মেইনফ্রেমের চেয়ে ছোটো কিন্তু মাইক্রোকম্পিউটারের চেয়ে বড়ো।

Definition in English:

“A smaller, slower version of the mainframe computer.”

Use of the term in Sentences:

  • A minicomputer has less storage and processing capabilities than a mainframe computer.
  • Minicomputers have larger storage and processing capabilities than microcomputers.
Share it: