আইন, আদালত, বিচার ব্যবস্থা বিষয়ক ভোকাবুলারি:

আইন একটি রাষ্ট্রের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার মূল ভিত্তি। সমাজে একটি কথা চালু আছে "আইনের মারপেঁচ বা আইনের ফাঁকফোকর" - তার মানে আইনের ক্ষেত্রটি খুবই বিভ্রান্তিকর একটি জায়গা। আইন সম্পর্কে প্রাথমিক এবং সঠিক ধারণা না থাকলে বিচার পাওয়ার পথ কঠিন হয়ে যায়। 

আদালত, প্রশাসন এবং সংবাদমাধ্যমে আমরা নিয়মিত বিভিন্ন আইন বিষয়ক শব্দ ও পরিভাষা শুনে থাকি। কিন্তু অনেক সময় এসব শব্দের প্রকৃত অর্থ ও প্রয়োগ আমাদের কাছে স্পষ্ট নয়। এই অংশে আমরা Law বা আইন বিষয়ক গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক শব্দাবলীর তালিকা এবং তাদের সহজ বাংলা অর্থ উপস্থাপন করেছি যা সাধারণ নাগরিক, আইন অনুরাগী, ও পাঠকদের জন্য এই পরিভাষা বোঝার একটি সহায়ক মাধ্যম হিসেবে কাজ করবে। 

  • judiciary - বিচারব্যবস্থা
  • supreme court - উচ্চ আদালত; সর্বোচ্চ আদালত; সুপ্রিম কোর্ট
  • high court - হাইকোর্ট
  • lower court - নিম্ন আদালত
  • criminal law - ফৌজদারি আইন
  • civil law - দেওয়ানি আইন
  • attorney - আইনজীবী; অ্যাটর্নি
  • lawyer - আইনজীবী; উকিল
  • judge - বিচারক
  • bail - জামিন
  •  trial - বিচার কার্যক্রম
  • judicial proceedings - বিচারকার্য
  • appeal - আপিল
  • offence - অপরাধ
  • investigation - তদন্ত; অনুসন্ধান
  • charge sheet - অভিযোগ পত্র
  • arrest - গ্রেপ্তার
  • remand - রিমান্ড
  • conviction - দণ্ডাদেশ; কাউকে দোষী সাব্যস্তকরণ
  • revision - পুনর্বিবেচনা
  • writ - রিট
  • summons - সমন; তলব
  • evidence - প্রমাণ; সাক্ষ্য
  • testimony - সাক্ষ্য
  • cross-examination - জেরা
  • verdict - রায়; মামলায় সিদ্ধান্ত
  • sentence - সাজা; দণ্ডাদেশ
  • advocate - অ্যাডভোকেট; উকিল
  • magistrate - ম্যাজিস্ট্রেট
  • public prosecutor - সরকারি কৌঁসুলি; পাবলিক প্রসিকিউটর
  • alimony - ভরণপোষণ
  • custody - তত্ত্বাবধান; জিম্মা
  • succession - উত্তরাধিকার
  • defamation - মানহানি
  • compensation - ক্ষতিপূরণ; খেসারত
  • lease - ইজারা; লীজ
  • arbitration - সালিশি; মধ্যস্থতা
  • ordinance - আদেশ নামা; জরুরী বিধি
  • alibi - অপরাধ সংঘটিত হবার কালে অভিযুক্তের উপস্থিত না থাকার ওজর
  • will - ধনসম্পত্তি বণ্টনের ইচ্ছাপত্র;
  • intestate - এমন অবস্থা যখন কোনো ব্যক্তি উইল বা ইচ্ছাপত্র না লিখে মারা যায়
  • extradition - পলাতক অপরাধীকে তার নিজ এলাকার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা
  • affidavit - হলফনামা; শপথনামা
  • embezzlement - তহবিল তছরূপ
  • warrant - পরোয়ানা; আদালতের হুকুমনামা; তল্লাসীর হুকুম
  • conveyance - জমির সত্ব হস্তান্তরের দলিল
  • codicil - উইল বা ইচ্ছাপত্রের সংশোধন
  • judgement - সিদ্ধান্ত; রায়
  • domicile - স্থায়ী নিবাস; স্থায়ী বাসস্থান
  • dismissal - মামলার খারিজ
  • plea - অভিযুক্ত ব্যক্তির নিজের স্বপক্ষে প্রথম উচ্চারিত কথা; কৈফিয়ত
  • power of attorney - মোক্তারনামা
  • probate - বৈধ বা অবৈধ ইচ্ছাপত্র বা উইল