আইন, আদালত, বিচার ব্যবস্থা বিষয়ক ভোকাবুলারি:
আইন একটি রাষ্ট্রের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার মূল ভিত্তি। সমাজে একটি কথা চালু আছে "আইনের মারপেঁচ বা আইনের ফাঁকফোকর" - তার মানে আইনের ক্ষেত্রটি খুবই বিভ্রান্তিকর একটি জায়গা। আইন সম্পর্কে প্রাথমিক এবং সঠিক ধারণা না থাকলে বিচার পাওয়ার পথ কঠিন হয়ে যায়।
আদালত, প্রশাসন এবং সংবাদমাধ্যমে আমরা নিয়মিত বিভিন্ন আইন বিষয়ক শব্দ ও পরিভাষা শুনে থাকি। কিন্তু অনেক সময় এসব শব্দের প্রকৃত অর্থ ও প্রয়োগ আমাদের কাছে স্পষ্ট নয়। এই অংশে আমরা Law বা আইন বিষয়ক গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক শব্দাবলীর তালিকা এবং তাদের সহজ বাংলা অর্থ উপস্থাপন করেছি যা সাধারণ নাগরিক, আইন অনুরাগী, ও পাঠকদের জন্য এই পরিভাষা বোঝার একটি সহায়ক মাধ্যম হিসেবে কাজ করবে।