বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল বিপ্লবের যুগ। মোবাইল বা কম্পিউটার ব্যবহার থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং কিংবা সোশ্যাল মিডিয়ায়, প্রতি ক্ষেত্রেই আমরা প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন শব্দ ও পরিভাষার সম্মুখীন হই। তবে অনেক ক্ষেত্রেই এই ইংরেজি শব্দগুলোর সঠিক অর্থ বা ব্যবহার আমাদের জানা থাকে না।
এই অংশে আমরা প্রযুক্তি ও টেকনোলজি বিষয়ক গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত শব্দাবলীর তালিকা এবং ভোকাবুলারি অর্থসহ উপস্থাপন করেছি। যেকেউ প্রযুক্তিগত ভাষার শব্দচয়নের ক্ষেত্রে এই তালিকা থেকে উপকৃত হতে পারবেন।