"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Statement of Cash Flows in Bengaliযে আর্থিক বিবৃতি একটি সময়কালে একটি ব্যবসার ভেতরে এবং ব্যবসা থেকে বাইরে নগদ প্রবাহ দেখায় তাকে Statement of Cash Flows বা নগদ প্রবাহের বিবৃতি বল্রা হয়।
Definition of General and Administrative Expenses in BengaliGeneral and Administrative Expenses একটি কোম্পানির দৈনিক কার্যাবলী রক্ষণাবেক্ষণে এবং এর ব্যবসার পরিচালনায় প্রয়োজনীয় খরচসমূহকে উপস্থাপন করে।
Definition of Selling Expenses in Bengaliএকটি প্রতিষ্ঠানের পণ্য এবং সেবাসমূহ বাজারজাতকরণ এবং বন্টনে যে খরচসমূহ হয় সেগুলোকে Selling Expenses বা বিক্রয় ব্যয়সমূহ বলা হয়।
Definition of Operating Expenses in Bengaliযে ব্যয়ভারসমূহ একটি ব্যবসা সেসব কার্যাবলীতে নিয়োজিত হতে বহন করে যা সরাসরি পণ্য এবং সেবাসমূহ উৎপাদনের সাথে জড়িত নয় সেগুলোকে Operating Expenses বলে।
Definition of Retained Earnings in Bengaliএকটি প্রতিষ্ঠানের পুঁজিত বা সঞ্চিত নিট আয় থেকে শেয়ারধারণকারীদের লভ্যাংশসমূহ বিয়োগ করলে Retained Earnings বা ধরে রাখা উপার্জন পাওয়া যায়।
Definition of Working Capital in Bengaliএকটি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায়সমূহ মেটাতে পারার ক্ষমতার পরিমাপকে Working Capital বা চলতি মূলধন বলা হয়।
Definition of Depreciation in Bengaliএকটি দীর্ঘমেয়াদী সম্পদের মূল্যকে এর উপকারী জীবনের সময়কাল জুড়ে ছড়িয়ে দেয়াকে বা বন্টন করাকে Depreciation বা অবচয় বলা হয়।
Definition of Balance Sheet in Bengaliএকটি আর্থিক বিবৃতি যা একটি নির্দিষ্ট সময়কালে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান নির্দেশ করে; একটি প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করার ক্ষমতা প্রতিফলিত হরে তাকে Balance Sheet বলা হয়।
Definition of Double-Entry Bookkeeping in Bengaliব্যবসায়িক লেনদেনসমূহ লিপিবদ্ধ করার একটি পদ্ধতি যেখানে জমা এবং খরচসমূহের ভারসাম্যতা বিধান হিসাবরক্ষণ সমীকরণকে ভারসাম্যে রাখে তাকে Double-Entry Bookkeeping বলা হয়।
Definition of Credit in Bengaliএকটি এন্ট্রি যা সম্পদসমূহের একটি হ্রাস, দায়সমূহের একটি বৃদ্ধি, বা মালিকদের ইক্যুউটির একটি বৃদ্ধি লিপিবদ্ধ করে তাকে Credit বা জমা বলা হয়।