"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Debit in Bengaliএকটি এন্ট্রি যা সম্পদসমূহের একটি বৃদ্ধি, দায়সমূহের একটি হ্রাস, বা মালিকদের ইক্যুউটির একটি হ্রাস লিপিবদ্ধ করে তাকে Debit বা খরচের অংক বলা হয়।
Definition of Expenses in BengaliExpenses বা ব্যয়সমূহ হলো একটি ব্যবসার চলমান কার্যক্রম থেকে সম্পদসমূহের হ্রাস বা দায়সমূহের বৃদ্ধি পাওয়া।
Definition of Revenue in BengaliRevenue বা আয় হলো একটি ব্যবসার চলমান কার্যক্রম থেকে সম্পদসমূহের বৃদ্ধি বা দায়সমূহের হ্রাস পাওয়া।
Definition of Owners’ Equity in BengaliOwners’ Equity হলো একটি প্রতিষ্ঠানের সম্পদসমূহের বিপরীতে মালিকগণ, অংশীদারগণ, এবং শেয়ার ধারণকারীদের দাবীসমূহ; সব দায়সমূহের ঊর্দ্ধে সম্পদসমূহের আধিক্য।
Definition of Liability in BengaliLiabilities বা দায়সমূহকে একটি কোম্পানির আইনত আর্থিক দেনাসমূহ বা বাধ্যবাধকতাসমূহ হিসেবে সংজ্ঞায়িত করা হয় যা ব্যবসায়িক কার্যক্রমের সময় উদ্ভূত হয়।
Definition of Asset in Bengaliএকটি Asset বা সম্পদ হলো একজন ব্যক্তি বা একটি কোম্পানি বা দেশের মালিকানায় বা নিয়ন্ত্রণে থাকা একটি পুঁজি যা এই প্রত্যাশায় রাখা হয় যে, এটি ভবিষ্যতে একটি সুবিধা প্রদান করবে।
Definition of Financial Statement in Bengaliএকটি দলিল যা একটি কোম্পানির আর্থিক অবস্থা, কার্যাবলীর ফলাফলসমূহ, এবং একটি উল্লেখিত সময়কালে নগদ প্রবাহকে উপস্থাপন করে তাকে Financial Statement বা আর্থিক বিবৃতি বলা হয়।
Definition of General Ledger in BengaliGeneral Ledger বা একটি সাধারণ লেজার হলো একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীসমূহ তৈরীর জন্য আর্থিক তথ্যসমূহ সংরক্ষণ এবং সংগঠিত করার উদ্দেশ্যে হিসাবরক্ষকদের দ্বারা ব্যবহৃত একটি ব্যবস্থা।
Definition of Journal in Bengaliএকটি বিস্তারিত হিসাব যা একটি ব্যবসার সব আর্থিক লেনদেনসমূহ ভবিষ্যৎ পুনঃস্থাপন এবং অন্য দাপ্তরিক হিসাবরক্ষণ লিপিসমূহে যেমন: একটি সাধারণ লেজারে স্থানান্তরের জন্য লিপিভুক্ত করে রাখে তাকে Journal বা জাবেদা বলে।
Definition of Accounting Cycle in Bengaliযে ধাপগুলোর সাহায্যে ব্যবসায়িক লেনদেনগুলো আদান-প্রদান করা হয় যেমন: বিশ্লেষণ, লিপিবদ্ধ করা, লেখা, এবং বিবরণী তৈরী করা-সেগুলোকে Accounting Cycle বা হিসাবরক্ষণ চক্র বলা হয়। হিসাবরক্ষণ চক্র হলো একটি কোম্পানির হিসাবরক্ষণ পর্বগুলো চিহ্নিতকরণ, বিশ্লেষণ, এবং লিপিবদ্ধ করার একটি সমষ্টিবদ্ধ প্রক্রিয়া।