Definition (1):
একটি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায়সমূহ মেটাতে পারার ক্ষমতার পরিমাপকে Working Capital বা চলতি মূলধন বলা হয়। স্বল্পমেয়াদী সম্পদসমূহ থেকে স্বল্পমেয়াদী দায়সমূহ বিয়োগ করে এটা নির্ণয় করা হয়।
Definition (2):
চলতি মূলধন, যা নেট চলতি মূলধন নামেও পরিচিত, এটা হলো একটি কোম্পানির স্বল্পমেয়াদী সম্পদসমূহ যেমন: নগদ, গ্রহণযোগ্য হিসাবসমূহ (গ্রাহকদের অপরিশোধিত বিলসমূহ), ও মজুদকৃত কাঁচামাল ও তৈরী পণ্যসমূহ, এবং এর স্বল্পমেয়াদী দায়সমূহ যেমন: পরিশোধযোগ্য হিসাবসমূহ, এই দুইয়ের মধ্যেকার পার্থক্য।
Definition in English:
“Measure of a firm’s ability to meet short-term obligations; computed as current assets minus current liabilities.”
Use of the term in Sentences: