"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Phrases to Remind People Do things

জীবনে এমন অনেক পরিস্থিতিই আসে যখন আপনি কাউকে কোনো কিছু করতে বলেন কিন্তু পরে দেখেন যে তার সেটা করার কথা মনে নেই। আমরা এখানে এমন দশটি phrase নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি এমন ভুলো মনের মানুষদের কাজের কথা মনে করানোর ব্যাপারে ব্যবহার করতে পারেন।

 

Don't forget to do it. [এটা করতে ভুলে যেও না]

এই phrase-টিতে 'Don't' শব্দটির ওপর জোর প্রয়োগ করা হয়।

 

Remember to do it. [এটা করার কথা মনে রেখো]

দ্বিতীয় phrase-টিতে ‘remember’ শব্দটির ‘mem’ অংশটির ওপর জোর দেয়া হয়।

 

You will remember to do it. [তুমি এটা করার কথা মনে রাখবে]

তৃতীয় phrase-টিতে আপনি 'will' শব্দটির ওপর জোর দেবেন।

 

You won't forget to do it, will you? [তুমি এটা করার কথা ভুলবে না, ভুলবে কি?]

চতুর্থ phrase-টিতে আপনি 'won't শব্দটির ওপর জোর দেবেন।

 

Can / Could I remind you to...? [আমি কি আপনাকে মনে করিয়ে দিতে পারি/ দেবো?]

পঞ্চম phrase-টি একটু বেশী বিনয়ী এবং এমন কারোর সাথে ব্যবহার করতে পারেন যাকে আপনি তেমন ভালোভাবে চেনেন না। এই phrase-টির পর আপনি infinitive form ব্যবহার করবেন। যেমন: Can / Could I remind you to go there.

  

I'd like to remind you about... [আমি . এ ব্যাপারে আপনাকে মনে করিয়ে দিতে চাই ]

এই phrase-টিও পঞ্চম phrase-টির অনুরূপ। এই phrase-টির পর আপনি noun বা noun phrase ব্যবহার করবেন। যেমন: I'd like to remind you about the class tomorrow afternoon.

 

You haven't forgotten about __, have you? [তুমি এ ব্যাপারে ভুলে যাওনি, গিয়েছো কি?]

আপনি যখন মনে করবেন যে অন্য মানুষটি ভুলে গিয়েছে এবং বেশ কিছুটা দেরী হয়ে গিয়েছে, তখন এই phrase-টি ব্যবহার করতে পারেন। যদি সে ভুলে গিয়ে না থাকে তবে কিন্তু রেগে যেতে পারে, তাই একটু সতর্ক থাকবেন। এই phrase-টির পরও আপনি noun বা noun phrase ব্যবহার করবেন। যেমন: You haven't forgotten about the class tomorrow, have you?

 

I hope you haven't forgotten to... [আশা করি এটা তুমি ভুলে যাওনি]

এই phrase-টিও আগের phrase-টির অনুরূপ। এই phrase-টির পর আপনি infinitive form ব্যবহার করবেন। যেমন: I hope you haven't forgotten to ‍attend the program.

 

Sorry to be a bore but do remember to... [বিরক্ত করার জন্য দুঃখিত কিন্তুএটা মনে রেখো]

নবম phrase-টির শুরুতে একটা ক্ষমা প্রার্থনাসূচক কথা আছে যা এটাকে আরও বিনয়ী করে তোলে। এই phrase-টির পর আপনি infinitive form ব্যবহার করবেন। যেমন: Sorry to be a bore but do remember to go there.

 

May I remind you / all passengers that... [আমি কি আপনাকে/সব যাত্রীদেরকে মনে করিয়ে দেবো]

দশম phrase-টি আনুষ্ঠানিক এবং অপরিচিত ব্যক্তিদের বা যাত্রী বা গ্রাহকদের সাথে ব্যবহার করার ব্যাপারে নিরাপদ। এই phrase-টির পর আপনি একটি clause ব্যবহার করবেন। যেমন: May I remind you that you have to submit your mobile phone here.

 

 

 

 

Share it: