"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Phrases to Express Things while Driving

আপনি হয়তো কিভাবে গাড়ী চালাতে হয় তা জানেন। কিন্তু আপনি কি সব ইংরেজী phrase জানেন যেগুলো ব্যবহার করে আপনি গাড়ী চালানোর সময় করা বিভিন্ন কাজ বর্ণনা করতে পারেন? এখানে সেগুলোর মধ্যে সবচেয়ে প্রচলিত দশটি phrase নিয়ে আমরা আলোচনা করবো।

Indicate [ইন্ডিকেট]

আপনি যখন ইন্ডিকেট করেন, তখন একটি ঝলকানি দেয়া আলো চালু করে এটা বোঝাতে চান যে, আপনি ডানে বা পায়ে মোড় নিতে যাচ্ছেন।

 

Pull out [পুল আউট]

পুল আউট অর্থ গাড়ীটিকে একটি পাশের রাস্তা বা পার্কিংয়ের জায়গা থেকে বের করে নিয়ে চালাতে শুরু করা।

 

Drive off [ড্রাইভ অফ]

ড্রাইভ অফ হলো কোন ব্যক্তি বা জায়গা থেকে গাড়ীটিকে দূরে চালিয়ে নিয়ে যাওয়া।

 

Pull over [পুল ওভার]

পুল ওভার অর্থ গাড়ীটিকে রাস্তার ধারে নিয়ে গিয়ে থামিয়ে দেয়া।

 

Speed up [গতি বাড়ানো]

স্পীড আপ হলো গাড়ীটিকে জোরে চালানো বা গাড়ীটির গতি বাড়ানো।

 

Slow down [গতি কমানো]

স্লো ডাউন অর্থ গাড়ীটিকে ধীরে চালানো বা গাড়ীটির গতি কমানো।

 

Step on it [স্টেপ অন ইট]

স্টেপ অন ইট বলতে বোঝায় গাড়ীর এক্সিলেটরের ওপর আপনার পায়ের পাতা দিয়ে শক্ত করে চেপে গাড়ীটিকে খুব দ্রুত চালানো।

 

Slam the brakes on [স্ল্যাম দ্য ব্রেক্স অন]

স্ল্যাম দ্য ব্রেক্স অন অর্থ আপনার পায়ের পাতা দিয়ে গাড়ীর ব্রেকের ওপর শক্ত করে চেপে গাড়ীটির গতি অনেক কমিয়ে ফেলা বা একেবারে থামিয়ে দেয়া।

 

Have a near miss [একটুর জন্য বেঁচে যাওয়া]

হ্যাভ আ নিয়ার মিস্ হলো যখন আপনার গাড়ীটির অন্য কোন যানবাহনের সাথে প্রায় দুর্ঘটনা হয়েই যাচ্ছিলো কিন্তু হয়নি।

 

Get pulled over [গেট পুল্ড ওভার]

যখন আপনার গেট পুল্ড ওভার হয় অর্থাৎ you get pulled over, তখন পুলিশ আপনার গাড়ী থামিয়ে দেন কারণ আপনি ভুল কিছু করেছেন।

 

 

 

 

 

Share it: