"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Pacific Time

বৈশ্বিকভাবে তারিখ এবং সময় সংক্রান্ত জটিলতা কমাতে যুক্তরাজ্যের গ্রিনউইচ নামক জায়গাকে কেন্দ্র ধরে পৃথিবীর দ্রাঘিমারেখা বরাবর প্রতি ১৫ ডিগ্রী ব্যবধানে ১ ঘন্টার ব্যবধানে পূর্ব এবং পশ্চিম দিকে ১২টি করে মোট ২৪ টি স্থানীয় সময়ে ভাগ করা হয়।

যেমন,  বাংলাদেশ এর স্থানীয় সময় GMT+6, এর অর্থ গ্রিনউইচ এর মান সময়ের (Greenwich mean time) চেয়ে বাংলাদেশ এর সময় ৬ ঘন্টা এগিয়ে। GMT এর আরেক নাম UTC বা Coordinated Universal Time।  

Pacific time কাকে বলে?

প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর পশ্চিমাঞ্চলের time zone বা সময় অঞ্চলটিকে Pacific Time বা PST (Pacific Standard Time) বলা হয়। এই Time zone এর মান UTC -08:00, তবে দিবালোক সংরক্ষণ বা Day light saving এর ক্ষেত্রে UTC -07:00 হয়ে থাকে, যা কিনা PDT (Pacific Daylight Time ) হিসেবে পরিচিত। 

English Definition:

মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী, “the time of the eighth time zone west of Greenwich that includes the Pacific coastal region of the U.S.” 

 

অন্যান্য সময় অঞ্চলের তুলনায় Pacific Time একটি বিষয়ে অনন্য। এই Time zone এ ঋতুভেদে ২টি সময় থাকে; PST এবং PDT, যা মূলত দিবালোক সংরক্ষণ এর জন্য করা হয়ে থাকে।

মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ৩য় জনপ্রিয় time zone । যা যুক্তরাষ্ট্রের - ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নেভাদা, অরেগন, আইডাহো স্টেট; কানাডার - ব্রিটিশ কলাম্বিয়া, ইউকন সহ, মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় পুরো পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত।

In a sentence:

  • The state of California is in the Pacific Time Zone.
  • Canadian city Vancouver as well as American city Los Angeles is also in the pacific time.

 

Share it: