"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Time Deposits in Bengali

Time Deposits কাকে বলে?

Definition (1):

সঞ্চয়ী হিসাবসমূহ যা আর্থিক প্রতিষ্ঠানটিকে টাকা উত্তোলনের পূর্বে ঘোষণা দেয়ার প্রয়োজনীয়তা এবং শীঘ্র উত্তোলনের জন্য জরিমানা নির্ধারণের অনুমোদন দেয় সেগুলোকে Time Deposits বলা হয়।

Definition (2):

একটি ব্যাংক হিসাবে একটি জমা যা একটি নির্ধারিত তারিখের আগে উত্তোলন করা যায় না বা যার জন্য উত্তোলনের ঘোষণা দেয়ার প্রয়োজনীয়তা আছে তাকে টাইম ডিপোজিট বলে।

Definition (3):

একটি টাইম ডিপোজিট হলো একটি সুদ-বহনকারী ব্যাংক জমা হিসাব যার একটি মেয়াদ আছে, যেমন একটি সার্টিফিকেট অফ ডিপোজিট বা জমার সনদ।

Definition in English:

“Savings accounts that allow the financial institution to require notice before withdrawal or to assess a penalty for early withdrawal.”

Use of the term in Sentences:

  • Time deposits have a specific maturity date.
  • You need to give notice to the bank before withdrawal from time deposits.
Share it: