বিনোদনের অন্যতম উৎস হিসেবে টেলিভিশন, সিনেমা অনেক সময় থেকেই জনপ্রিয় একটি মাধ্যম। প্রযুক্তির উৎকর্ষতা এবং ইন্টারনেটের বিকাশে ডিজিটাল স্ক্রিন মানুষের জন্য বিনোদন, শিক্ষা, যোগাযোগ থেকে শুরু করে দৈনিক ব্যবহার্য অনেক কাজের সঙ্গী।
তবে বহুবিধ এবং ক্রমাগত ব্যবহারের জন্য স্ক্রিনের প্রতি আসক্তির সম্ভাব্যতা ক্রমাগত বেড়ে যাচ্ছে; বিশেষত কম বয়সীদের মাঝে স্ক্রিন ব্যবহারের ঝোঁক এবং এর ক্ষতির মাত্রা সর্বাধিক হয়ে থাকে।
Definition:
ইলেক্ট্রনিক ডিভাইসের স্ক্রিন ব্যবহার বা দেখার জন্য একদিনের ব্যয়িত সময়কে Screen Time বলা হয়।
English Definition:
অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, “The amount of time someone spends looking at an electronic device with a screen.”
নাটক, সিনেমার স্কিনে কোন অভিনেতা/অভিনেত্রী যতটুকু সময় পেয়ে থাকেন, অতীতে এটিকে Screen Time বলা হতো, তবে বর্তমানে এটিকে Play Time বলা হয়ে থাকে।
In a sentence: