"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Capital Budgeting in Bengali

Capital Budgeting কাকে বলে?

Definition (1):

Capital Budgeting বা মূলধন বাজেটিং হলো ভবিষ্যতের জন্য তহবিলের বাজেটিং, সাধারণতঃ অধিকতর প্রয়োজনীয়, প্রতিষ্ঠানের নগদের বিনিয়োগ; বিনিয়োগসমূহকে সাধারণতঃ লাভের সম্ভাবনার ভিত্তিতে সারিবদ্ধ করা হয়।

Definition (2):

মূলধনের সম্ভাব্য খরচ বা বিনিয়োগসমূহের যেগুলো পরিমাণের দিক থেকে গুরুত্বপূর্ণ সেগুলোর বিশ্লেষণ এবং সারিবদ্ধ করার জন্য কোম্পানিগুলোর দ্বারা ব্যবহৃত একটি প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলা হয়।

Definition in English:

“The budgeting of funds for future, generally major, investments of the firm’s cash; investments are generally ranked on the basis of the return potential.”

Use of the term in Sentences:

  • The company should do the capital budgeting
  • Capital budgeting deals with the comparison and evaluation of alternative investments.
Share it: