Definition (1):
ব্যবসাসমূহের জন্য একটি Capital Asset বা মূলধন সম্পদ হলো এমন একটি সম্পদ যার প্রয়োজনীয় স্থায়িত্বকাল এক বছরের বেশী এবং ব্যবসার নিয়মিত কার্যক্রমে যা বিক্রয়ের কথা চিন্তা করা হয় না। গুরুত্বপূর্ণ সম্পদসমূহ যেমন বাড়িসমূহ, গাড়িসমূহ, বিনিয়োগ সম্পদসমূহ, শেয়ারসমূহ, বন্ডসমূহ, এবং সংগ্রহণীয় সম্পদসমূহ বা শিল্প মূলধন সম্পদসমূহের মধ্যে পড়ে।
Definition in English:
“For businesses, a capital asset is an asset with a useful life longer than a year that is not intended for sale in the regular course of the business's operation.”
Use of the term in Sentences: