"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Corporate Identity in Bengali

Corporate Identity কাকে বলে?

Definition (1):

একটি কোম্পানি, প্রতিষ্ঠান বা ব্যবসায়িক উদ্যোগ জনসাধারণের (যেমন গ্রাহক, বিনিয়োগকারী এবং কর্মচারীদের) কাছে নিজেকে যে পদ্ধতিতে উপস্থাপন করে তাকে Corporate Identity বা কর্পোরেট পরিচয় বা কর্পোরেট চিত্র বলা হয়। কর্পোরেট পরিচয় বা কর্পোরেট চিত্র সাধারণত ব্র্যান্ডিং দ্বারা এবং ট্রেডমার্ক ব্যবহারের মাধ্যমে চিত্রায়িত করা হয়, তবে এতে পণ্যের নকশা, বিজ্ঞাপন, জনসম্পর্ক ইত্যাদির মতো জিনিসও অন্তর্ভুক্ত থাকতে পারে।

Definition (2):

কর্পোরেট পরিচয় বা কর্পোরেট চিত্র  হলো একটি প্রতিষ্ঠানের সেই গুণাবলী যেগুলো এটিকে অন্য সংস্থাগুলির থেকে আলাদা করে তোলে এবং সেই চিত্র, শব্দগুলো ইত্যাদি যেগুলো এটি নিজের গ্রাহকদের কাছে নিজেকে পরিচিত করতে ব্যবহার করে যেমন: বিজ্ঞাপনে, চিঠিগুলিতে প্রভৃতিতে।

Definition in English:

”A corporate identity or corporate image is the manner in which a corporation, firm or business enterprise presents itself to the public (such as customers and investors as well as employees).”

Use of the term in Sentences:

  • The company is trying to maintain its corporate identity in every possible way.
  • The company’s rivals are trying to harm its corporate identity.
Share it: