"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Corporate VMS in Bengali

Corporate VMS কাকে বলে?

Definition (1):

যে বাজারজাতকরণ গতিপথে একটি প্রতিষ্ঠান গতিপথের সব পর্যায়ের অধিকারী হয় তাকে Corporate VMS বা কর্পোরেট উলম্ব বাজারজাতকরণ ব্যবস্থা বলা হয়।

Definition (2):

যখন বাজারজাতকরণ গতিপথের সদস্যরা বিভিন্ন স্তরে একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে এবং তার দ্বারাই পরিচালিত হয় তাকে কর্পোরেট উলম্ব বাজারজাতকরণ ব্যবস্থা বলে।

Definition (3):

কর্পোরেট ভিএমএস বলতে বিতরণ গতিপথ আয়োজনের একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদনকারী থেকে চূড়ান্ত ব্যবহারকারীদের পর্যন্ত পণ্যসমূহের ক্রমানুযায়ী প্রবাহ ব্যবস্থাটির বিভিন্ন স্তরের একটি সাধারণ মালিকানার দ্বারা নিয়ন্ত্রিত হয়।

Definition in English:

“A marketing channel in which one organization owns all stages of the channel.”

Use of the term in Sentences:

  • The company is following the corporate VMS to ensure better control over different levels of the distribution channel.
  • Are you thinking of applying corporate VMS in your company?
Share it: