টেলিফোন আমাদের জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। নিচের দশটি অভিব্যক্তি টেলিফোনের অংশ বা এমন কোন জিনিস যা কোনোভাবে টেলিফোনের সাথে সংযুক্ত।
Receiver / handset হলো টেলিফোনের সেই অংশটি যা আপনি আপনার হাতে ধরে থাকেন। যুক্তরাজ্য বা United Kingdom-এ 'Receiver' অভিব্যক্তিটি বেশী জনপ্রিয়।
টেলিফোনের যে অংশে আমরা আমাদের আঙ্গুল ব্যবহার করে নাম্বার প্রবেশ করাই তাকেই বলা হয় কীপ্যাড/ ডায়াল। আধুনিক টেলিফোনে কীপ্যাড থাকে। পুরনো দিনের টেলিফোনে একটি বৃত্তের ভেতরে নাম্বারসহ ডায়াল থাকতো।
ইয়ারপিস হলো একটি স্পীকার যা কানের ভেতর বা কানের কাছে থাকে। আর টেলিফোনের যে অংশটি মুখের কাছে থাকে তাকে মাউথপিস বলে।
একটি খুব ছোট নির্মাণ বা দালান যেখানে একটি পাবলিক পে-ফোন থাকে তাকে ফোন বক্স বলে। ইংল্যান্ডে আগেকার দিনের ফোন বক্সগুলো উজ্জ্বল লাল রং করা থাকতো।
ফোন বুক হলো একটি বড় বই (ডিরেক্টরী) যেখানে একটি শহর বা এলাকায় বসবাসকারী মানুষদের সব টেলিফোন নাম্বারগুলো থাকে।
একটি বড় বই বা ডিরেক্টরী যেখানে একটি এলাকার ব্যবসা এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর টেলিফোন নাম্বারগুলো থাকে তাকে ইয়েলো পেইজেস বলা হয়।
অপারেটর হচ্ছেন একজন ব্যক্তি যার কাছে আপনি ফোন করে টেলিফোন করা বা একটি সংযোগ তৈরী করার ব্যাপারে সাহায্য চান।
ডিরেক্টরী এনকয়ারীস হচ্ছে একটি প্রতিষ্ঠান যেখানে আপনি টেলিফোন করে একটি টেলিফোন নম্বর জিজ্ঞেস করতে পারেন।
ডায়াল টোন হলো একটি টেলিফোনিক সংকেত যা একটি টেলিফোন এক্সচেঞ্জ বা প্রাইভেট ব্র্যাঞ্চ এক্সচেঞ্জ থেকে টেলিফোনে প্রেরণ করা হয় যা নির্দেশ করে যে এক্সচেঞ্জটি কাজ করছে এবং একটি টেলিফোন কল শুরু করতে প্রস্তুত।
যে ফোন কলে যে ব্যক্তি ফোন করছে সে চার্জ প্রদান না করে যে ফোন রিসিভ করে সে চার্জ প্রদান করে তাকে রিভার্স চার্জ কল বলে। এটা যেহেতু সাধারণ নিয়মের বিপরীত তাই একে রিভার্স বা বিপরীত চার্জ বলে।