"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Product Line in Bengaliপরস্পর সম্পর্কযুক্ত পণ্যসমূহের সমষ্টি যেগুলো বাজারজাতকরণ, কৌশলগত বা ব্যবহারগত দিক থেকে সাদৃশ্যের কারণে একটি একক হিসেবে বিবেচিত হয় তাদেরকে Product Line বা পণ্য সারি বলা হয়।
Definition of Industrial Product in Bengaliযে পণ্য বা সেবাকে একটি প্রতিষ্ঠান অন্যান্য পণ্য বা সেবাসমূহ উৎপাদনের ক্ষেত্রে বা প্রতিষ্ঠানটির কার্যাবলী পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করে তাকে Industrial Product বা শিল্প পণ্য বলা হয়।
Definition of Specialty Product in Bengaliযে পণ্যের এক বা একাধিক অনন্য বৈশিষ্ট্য থাকে যে ক্রেতাদের একটি গোষ্ঠী সেটা ক্রয় করার জন্য বেশ কিছুটা সময় এবং প্রচেষ্টা ব্যয় করে তাকে Specialty Product বা বিশিষ্টতা পণ্য বলা হয়।
Definition of Shopping Product in Bengaliযে উপকরণ বা পণ্য ক্রেতারা খোঁজার এবং ক্রয় করার জন্য সময় এবং প্রচেষ্টা ব্যয় করে তাকে Shopping Product বা কেনাকেটার পণ্য বলা হয়।
Definition of Convenience Product in Bengaliএকটি বারংবার ক্রয়কৃত কম দামী পণ্য যা ক্রেতারা স্বল্প প্রয়াসেই খুঁজে পায় এবং ক্রয় করতে পারে তাকে Convenience Product বা সুবিধা পণ্য বলা হয়।
Definition of Consumer Product in Bengaliব্যক্তিগত বা পারিবারিক ব্যবহারের জন্য যে পণ্য বা সেবা ব্যবহৃত হয় তাকে Consumer Product বা ভোগ্য পণ্য বলা হয়।
Definition of Product in Bengaliএকজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যেকার বিনিময়ে সকল স্পর্শনীয় এবং অস্পর্শনীয় বৈশিষ্ট্যসহ যে বস্তু, সেবা বা ধারণা সরবরাহ করা হয় তাকে Product বা পণ্য বলা হয়।
Definition of Marketing Research Process in Bengaliসমস্যা চিহ্নিতকরণ, গবেষণার নকশা করা, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, ব্যাখ্যা এবং উপসংহারসমূহ- এই ধাপগুলোর ক্রমকে Marketing Research Process বা বাজারজাতকরণ গবেষণা প্রক্রিয়া বলা হয়।
Definition of Marketing Research in Bengaliবাজারজাতকরণের সিদ্ধান্তে নির্দেশনার জন্য তথ্যের নিয়মানুগ সংগ্রহ, লিপিবদ্ধকরণ এবং বিশ্লেষণকে Marketing Research বা বাজারজাতকরণ গবেষণা বলা হয়।
Definition of Industrial Buying Behavior in Bengaliপ্রতিষ্ঠানসমূহের অভ্যন্তরে ক্রেতাদের সিদ্ধান্তসমূহ এবং কার্যাবলীকে Industrial Buying Behavior বা শিল্প ক্রয় আচরণ বলা হয়।