"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Consumer Buying Behavior in Bengaliযারা ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্যসমূহ ক্রয় করে তাদের সিদ্ধান্তসমূহ এবং কার্যাবলীকে Consumer Buying Behavior বা ভোক্তা ক্রয় আচরণ বলা হয়।
Definition of Marketing Environment in Bengaliএকটি প্রতিষ্ঠানের বাইরের সব শক্তি যা সরাসরি বা পরোক্ষভাবে এর বাজারজাতকরণের কার্যাবলীকে প্রভাবিত করে তাকে Marketing Environment বা বাজারজাতকরণ পরিবেশ বলা হয়।
Definition of Marketing Mix in Bengaliপণ্য, মূল্য, প্রচারণা এবং বিতরণ এই চারটি উপাদানের সমন্বয় যা উদ্দীষ্ট বাজারের চাহিদাসমূহ পূরণের জন্য ব্যবহৃত হয় তাকে Marketing Mix বা বিপণন মিশ্রণ বলা হয়।
Definition of Segmentation Base in Bengaliবাজারজাতকরণ ব্যবস্থাপক যে একক বা দলগত বৈশিষ্ট্যসমূহ ব্যবহার করে একটি সম্পূর্ণ বাজারকে বিভিন্ন অংশে বিভক্ত করেন তাকে Segmentation Base বা বিভক্তিকরণের ভিত্তি বলা হয়।
Definition of Product Differentiation in Bengaliএকটি পণ্যের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য বিজ্ঞাপণ, প্যাকেজিং এবং পণ্যের অন্যান্য বৈশিষ্ট্যসমূহের ব্যবহার করাকে Product Differentiation বা পণ্য পৃথকীকরণ বলা হয়।
Definition of Target Market in Bengaliএকটি গোষ্ঠী যাদের প্রতি একটি প্রতিষ্ঠান তাদের বাজারজাতকরণ কার্যাবলী নির্দেশিত করে তাকে Target Market বা উদ্দীষ্ট বাজার বলা হয়।
Definition of Market Segment in Bengaliএক বা একাধিক একই ধরনের পণ্যের বা পণ্যসমূহের প্রয়োজন অনুভব করে এমন একটি জনগোষ্ঠীকে Market Segment বা বাজারের অংশ বলা হয়।
Definition of Industrial Market in Bengaliযারা অন্য পণ্য উৎপাদনে ব্যবহারের বা পুনঃ বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে তাদেরকে Industrial Market বা শিল্প বাজার বলে।
Definition of Consumer Market in Bengaliযে জনগোষ্ঠী ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্যসমূহ ক্রয় করে তাদেরকে Consumer Market বা ভোক্তা বাজার বলা হয়।
Definition of Market in Bengali বাজারজাতকরণে, Market বা বাজার শব্দটি বলতে সেই গ্রাহক বা প্রতিষ্ঠানগুলোর সমষ্টিকে বোঝায় যারা পণ্যটির প্রতি আগ্রহী, যাদের পণ্যটি ক্রয় করার মতো সম্পদ আছে এবং যারা আইন বা অন্যান্য নিয়ম-কানুন দ্বারা পণ্যটি অর্জন করার জন্য অনুমোদিত।