"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Risk Management in Bengaliএকটি কোম্পানির মূলধন এবং আয়ের প্রতি হুমকিসমূহকে সনাক্তকরণ, বোঝা, এবং নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াকে Risk Management বা ঝুঁকি ব্যবস্থাপনা বলে। এই হুমকি বা ক্ষতিসমূহের সৃষ্টি হতে পারে বিভিন্ন ধরনের উৎস থেকে যেমন: আর্থিক অনিশ্চয়তা, আইনি দায়সমূহ, কৌশলগত ব্যবস্থাপনার ভুল, দূর্ঘটনাসমূহ এবং প্রাকৃতিক দূর্যোগসমূহ।
Definition of Pure Risk in Bengaliএক ধরনের ক্ষতি যা নিয়ন্ত্রণ করা যায় না এবং যার দুইটি ফলাফল আছে: সম্পূর্ণ ক্ষতি বা কোন ক্ষতিই না, তাকে Pure Risk বা খাঁটি ঝুঁকি বলে। খাঁটি ঝুঁকি জড়িত থাকলে কোন লাভ বা মুনাফার সুযোগ থাকে না। খাঁটি ঝুঁকিকে Absolute Risk-ও বলা হয়।
Definition of Speculative Risk in Bengaliযে ঝুঁকি একটি মুনাফা অর্জন বা একটি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাকে অন্তর্ভূক্ত করে তাকে Speculative Risk বা অনুমানমূলক ঝুঁকি বলা হয়। অনুমানমূলক ঝুঁকি হলো এক ধরনের ঝুঁকি যা ঐচ্ছিকভাবে নেয়া যায় এবং যার ফলে হয় একটি লাভ না হয় একটি ক্ষতি হতে পারে।
Definition of Blue-Sky Laws in Bengaliরাষ্ট্রের যে আইনসমূহ কোম্পানিগুলোকে মূল্যহীন শেয়ারসমূহ ইস্যু করা থেকে বিরত রাখে; শেয়ার দালালদেরকে অনুমোদনপ্রাপ্ত হওয়ার এবং শেয়াগুলোকে রেজিষ্টার্ড বা নিবন্ধনভুক্ত হওয়ারও প্রয়োজনীয়তা প্রদান করে তাদেরকে Blue-Sky Laws বলা হয়।
Definition of Limit Order in Bengaliএকটি Limit Order বা সীমা আদেশ বলতে একটি শেয়ার একটি নির্দিষ্ট মূল্যে বা তার থেকে ভালো মূল্যে ক্রয় বা বিক্রয়ের এক ধরনের আদেশকে বোঝায়। ক্রয় সীমা আদেশের জন্য, আদেশটি নিষ্পন্ন হবে শুধু মাত্র সীমা মূল্যে বা আরও কম একটি মূল্যে। বিক্রয় সীমা আদেশের জন্য, আদেশটি নিষ্পন্ন হবে শুধু মাত্র সীমা মূল্যে বা আরও বেশী একটি মূল্যে।
Definition of Market Order in Bengaliএকটি Market Order বা বাজার আদেশ হলো সাধারণতঃ একজন দালাল বা দালাল সুবিধার মাধ্যমে বর্তমান বাজারে সবচেয়ে বেশী প্রচলিত মূল্যে একটি শেয়ার ক্রয় বা বিক্রয়ের জন্য একজন বিনিয়োগকারীর করা একটি অনুরোধ।
Definition of Stockbroker in Bengaliএকজন ব্যক্তি যে একজন বিনিয়োগকারীর পক্ষ থেকে শেয়ারসমূহ ক্রয় এবং বিক্রয় করার জন্য অনুমতিপ্রাপ্ত তাকে Stockbroker বা শেয়ারের দালাল বলা হয়। একজন শেয়ারের দালাল হলো একজন পেশাদার ব্যক্তি যে গ্রাহকদের পক্ষ থেকে শেয়ার বা অন্যান্য আর্থিক সম্পদসমূহের ক্রয় এবং বিক্রয়ের কাজ সম্পাদন করে।
Definition of Over-the-Counter (OTC) Market in Bengaliবহু হাজার ব্রোকার যারা ব্যবসায়িক যোগাযোগ করে NASDAQ (National Association of Securities Dealers Automated Quotation System)-এর মাধ্যমে, তাদের একটি বৈদ্যুতিক নেটওয়ার্ককে Over-the-Counter (OTC) Market বলা হয়।
Definition of Stock Exchange in Bengaliযারা শেয়ারসমূহ ক্রয় করে এবং জনসাধারণের কাছে বিক্রয় করে তাদের প্রতিষ্ঠানকে Stock Exchange বলা হয়। সংগঠিত এবং নিয়ন্ত্রিত আর্থিক বাজার যেখানে শেয়ারসমূহ (বন্ড, নোট, শেয়ার) চাহিদা এবং সরবরাহের দ্বারা নিয়ন্ত্রিত মূল্যে ক্রয় এবং বিক্রয় করা হয় তাকে স্টক এক্সচেঞ্জ বলে।
Definition of Financial Futures in Bengaliযে চুক্তি এর ক্রেতাকে একটি নির্দিষ্ট আর্থিক দলিল ক্রয় বা বিক্রয়ের তাগিদ দেয় তাকে Financial Futures বা আর্থিক ফিউচার্স বলা হয়। ফিনানশিয়াল ফিউচার্স হলো ভবিষ্যতের একটি নির্দিষ্ট তারিখে এবং একটি নির্দিষ্ট মূল্যে একটি নির্দিষ্ট আর্থিক দলিল (যেমন: ট্রেজারি বিল, জমার সনদ, বা বৈদেশিক মুদ্রাসমূহ) ক্রয় বা বিক্রয়ের ফিউচার্স চুক্তি।