"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Malpractice Insurance in BengaliMalpractice Insurance বা অসদাচরণ বীমা পেশাদার ব্যক্তিদেরকে (চিকিৎসক, উকিল, প্রভৃতি) তাদের দায়িত্বসমূহের অনুপযুক্ত ব্যবস্থাপনার ফলে হওয়া ক্ষতির কারণে সংঘটিত লোকসান থেকে রক্ষা করে।অসদাচরণ বীমা এক ধরনের পেশাদার দায় বীমা যা স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাদারেরা (এবং মাঝে মাঝে অন্য ধরনের পেশাদারেরা, যেমন: একটি সাধারণ অংশীদারীত্বে উকিলরা) ক্রয় করে থাকে।
Definition of Liability Insurance in Bengaliযে বীমাপত্র শারীরিক আঘাত,সম্পত্তির ক্ষতি, বা বীমাকারীর কোন পদক্ষেপের কারণে বা অন্য কোন কারণে হওয়া ক্ষতির ফলে তৃতীয় পক্ষসমূহের নাগরিক দায়সমূহ পূরণ করে তাকে Liability Insurance বা দায় বীমা বলা হয়। দায় বীমা বীমাকারী পক্ষকে ব্যক্তি এবং/বা সম্পত্তির আঘাত এবং ক্ষতি থেকে হওয়া লোকসানের বিপরীতে ক্ষতিপূরণ বা আশ্রয় প্রদান করে।
Definition of Property Insurance in Bengaliকোন সম্পত্তির বাস্তব ক্ষতি বা ধ্বংস বা হারিয়ে যাওয়ার জন্য যে ক্ষতি হয় তার জন্য রক্ষা বা আশ্রয়কে Property Insurance বা সম্পত্তি বীমা বলা হয়। সম্পত্তি বীমা বীমাপত্রের ধারাবহিকতার জন্য ব্যবহৃত একটি বিশদ পরিভাষা যা হয় সম্পত্তির রক্ষা ক্ষতিপূরণ বা দায়ের ক্ষতিপূরণ প্রদান করে।
Definition of Risk Premium in Bengaliএকটি Risk Premium বা ঝুঁকি অধিহার হলো একটি বিনিয়োগের ঝুঁকি-হীন ফেরতের বা লাভের হারের অতিরিক্ত লাভ বা ফেরত। ঝুঁকি অধিহার ঝুঁকি-হীন হারের অতিরিক্ত লাভ বা ফেরত উপস্থাপন করে যা একজন বিনিয়োগকারী একটি নির্দিষ্ট বিনিয়োগের ঝুঁকির ক্ষতিপূরণের জন্য প্রয়োজন বোধ করে।
Definition of Actuary in Bengaliএকজন বীমা কর্মী যিনি অতীতের ঘটনার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ ঘটনাসমূহের সম্ভাব্যতা অনুধাবন করেন তাকে Actuary বা বীমা-গাণনিক বলা হয়। একজন বীমা-গাণনিক হলেন এমন একজন ব্যবসায়িক পেশাদার ব্যক্তি যিনি ঝুঁকি এবং অনিশ্চয়তার পরিমাপ এবং ব্যবস্থাপনা করেন।
Definition of Insurable Risk in Bengaliযে ঝুঁকির জন্য একটি গ্রহণযোগ্য মাত্রার ক্ষতি হিসেব করা যায় এবং যা বীমা কোম্পানির নির্ধারিত প্রয়োজন মেটাতে পারে তাকে Insurable Risk বা বীমাযোগ্য ঝুঁকি বলা হয়। যে ঝুঁকি বীমাপত্রের নির্দিষ্ট শর্তাবলী এমনভাবে মেনে চলে যে বীমার মানদন্ড পরিপূর্ণ হয় তাকে বীমাযোগ্য ঝুঁকি বলে।
Definition of Insurance in Bengaliএকটি লিখিত চুক্তি যা ক্ষতির ঝুঁকি, যে বীমা করে তার কাছ থেকে বীমা কোম্পানির কাছে স্থানান্তর করে তাকে Insurance বা বীমা বলা হয়। বীমা হলো একটি চুক্তি, যা একটি চুক্তিপত্রের দ্বারা উপস্থাপিত হয় যেখানে একজন ব্যক্তি বা সত্তা একটি বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিসমূহের বিপরীতে আর্থিক সুরক্ষা বা আশ্রয় লাভ করে।
Definition of Self-Insurance in Bengaliযে পদ্ধতির মাধ্যমে কোম্পানিসমূহ ঝুঁকি অনুধাবন করে নগদ ভবিষ্যৎ সঞ্চয় রাখে সম্ভাব্য ভবিষ্যৎ ক্ষতিসমূহ পূরণের জন্য তাকে Self-Insurance বা আত্ম-বীমা বলা হয়। আত্ম-বীমা হলো নিয়মিত বিরতিতে অর্থ সঞ্চয় করে রাখার মাধ্যমে কারও নিজের বীমা বা কারও নিজস্ব স্বার্থসমূহের বীমা করা যাতে তা সম্ভাব্য ক্ষতিসমূহ পূরণের জন্য একটি তহবিল সরবরাহ করতে পারে।
Definition of Risk Reduction in Bengaliক্ষতি প্রতিরোধমূলক অনুষ্ঠানসমূহ এবং অন্যান্য ব্যবস্থাপনা অনুষ্ঠানসমূহ ব্যবহার করার মাধ্যমে একটি ঝুঁকি ব্যবস্থাপনা কৌশলকে Risk Reduction বা ঝুঁকি হ্রাসকরণ বলা হয়। একটি ঝুঁকির প্রতি প্রকাশিত হওয়া এবং/বা তা ঘটার প্রবণতাকে নিয়মানুগভাবে হ্রাস করাকে ঝুঁকি হ্রাসকরণ বলে। একে risk mitigation-ও বলা হয়।
Definition of Risk Avoidance in Bengaliকোনো ঝুঁকিপূর্ণ প্রকল্প হাতে না নেয়া বা তা থেকে বেরিয়ে যাওয়ার একটি ঝুঁকি ব্যবস্থাপনা কৌশলকে Risk Avoidance বা ঝুঁকি পরিহার বলা হয়। ঝুঁকি পরিহার হলো সেসব বিপত্তি, কর্মকান্ড এবং প্রকাশ বর্জন করা যা একটি প্রতিষ্ঠানের সম্পদসমূহকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।