"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Executive Information System (EIS) in Bengaliএকটি Executive Information System (EIS) বা কার্যনির্বাহী তথ্য ব্যবস্থা হলো উচ্চ কার্যনির্বাহীদের সিদ্ধান্ত-গ্রহণ প্রক্রিয়ায় সহায়তা প্রদানে ব্যবহৃত একটি সিদ্ধান্ত সহায়তা ব্যবস্থা।
CAB or Citizenship Amendment Bill 2019 কি?Citizenship Amendment Bill - 2019 (CAB) হলো ভারতের নাগরিকত্ব পাওয়ার আইন যেখানে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত বিনা অনুমতিতে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘু...
Definition of Decision Support System (DSS) in Bengaliএকটি Decision Support System (DSS) হলো একটি প্রতিষ্ঠানের বা ব্যবসার নির্ধারণ, বিচার, এবং কার্যক্রমের ধারায় সহায়তা প্রদানের জন্য ব্যবহৃত একটি কম্পিউটার ব্যবস্থা।
Definition of Local Area Network (LAN) in Bengaliটেলিযোগাযোগ সংযোগসমূহের যে ব্যবস্থা টেলিফোন সংযোগসমূহ ছাড়া একটি প্রতিষ্ঠানের সব কম্পিউটারসমূহকে সরাসরি সংযুক্ত করে তাকে Local Area Network (LAN) বলা হয়।
Definition of Computer Network in BengaliComputer Network বলতে কতগুলো কম্পিউটার একসাথে সংযুক্ত থাকা বোঝায় যাতে সেগুলো এককভাবে কাজ করতে পারে এবং পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে।
Definition of Database Management System (DBMS) in Bengaliযে কম্পিউটার সফ্টওয়্যার প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন তথ্যের ফাইলসমূহের ব্যবস্থাপনা করতে সাহায্য করে তাকে Database Management System (DBMS) বা ডেইটাবেইস ব্যবস্থাপনা ব্যবস্থা বলা হয়।
Definition of Data Processing in Bengaliযান্ত্রিকভাবে স্বাভাবিক বা অপরিমার্জিত তথ্যকে কোনো বিশেষ ধরনের তথ্যে পরিণত করাকে Data Processing বা তথ্য প্রক্রিয়াকরণ বলা হয়।
Definition of Database in Bengaliসহজ প্রবেশাধিকার এবং তথ্য প্রক্রিয়াকরণের জন্য একটি স্থানে সংরক্ষিত তথ্যের একটি সমন্বিত সংগ্রহকে Database বলা হয়।
Definition of Management Information System (MIS) in Bengaliতথ্য প্রদানের উদ্দেশ্যে কম্পিউটারসমূহ এবং প্রক্রিয়াসমূহের যে সমন্বয় ব্যবস্থাপকরা সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করে তাকে Management Information System (MIS) বলা হয়।
Definition of Electronic Mail in Bengaliএকটি কম্পিউটার নেটওয়ার্ক যা এক ব্যবহারকারীর কাছ থেকে অন্য ব্যবহারকারীর কাছে মুহূর্তের মধ্যে বার্তা পাঠাতে ব্যবহৃত হয় তাকে Electronic Mail বলা হয়।