"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

CAB or Citizenship Amendment Bill 2019 কি?

The Citizenship Amendment Bill - 2019 (CAB) বা নাগরিকত্ব (সংশোধন) বিল - ২০১৯ হলো ভারতের নাগরিকত্ব পাওয়ার আইন যেখানে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত বিনা অনুমতিতে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, শিখ, পার্সী, বৌদ্ধ, জৈন এবং খ্রিস্টান (নির্দিষ্ট ছয় জাতির) অভিবাসীদের জন্য "অবৈধ অভিবাসী সংজ্ঞা" সংশোধন করার চেষ্টা করা হয়েছে।

এই আইনে নাগরিকত্ব পাওয়ার শর্ত ১২ বছর বসবাসের বদলে ৬ বছরে শিথিল করা হয়েছে এবং অভিবাসীরা অবশ্যই ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে ভারতে প্রবেশ করতে হবে।

যেহেতু মুসলমানদের কথা এখানে উল্লেখ করা হয়নি তাই এই বিলটি ভারতে বসবাসকারী অভিবাসী মুসলমানদের প্রতি বৈষম্যমূলক এবং ভারতের সংবিধান অনুযায়ী সমঅধিকারের লঙ্ঘন বলে অনেকে মন্তব্য করেছেন। 

Citizenship Amendment Bill টি ২০১৬ সালের জুলাই মাসে প্রথম সংসদে উত্থাপন করা হয়েছিল। ১১ই ডিসেম্বর ২০১৯ এ বিলটি ভারতের সংসদে গৃহীত হয়।

Share it: