"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Computer Network in Bengali

Computer Network কাকে বলে?

Definition (1):

Computer Network বলতে কতগুলো কম্পিউটার একসাথে সংযুক্ত থাকা বোঝায় যাতে সেগুলো এককভাবে কাজ করতে পারে এবং পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে।

Definition (2):

একটি কম্পিউটার নেটওয়ার্ক হলো সম্পদসমূহ ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে একত্রে সংযুক্ত কম্পিউটারসমূহের একটি সমষ্টি।

Definition (3):

কম্পিউটার ব্যবস্থাসমূহ এবং অন্যান্য গণনাকারী হার্ডওয়্যার যন্ত্রসমূহের একটি সমষ্টি যেগুলো একটি বড় সংখ্যক ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ এবং সম্পদ ভাগাভাগির উদ্দেশ্যে যোগাযোগ চ্যানেলসমূহের মাধ্যমে একত্রে সংযুক্ত থাকে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়।

Definition in English:

“A collection of computers connected so that they can function individually and communicate with each other.”

Use of the term in Sentences:

  • The network engineer is taking care of the office’s computer network.
  • There was a problem with the office’s computer network
Share it: