"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Local Area Network (LAN) in Bengali

Local Area Network (LAN) কাকে বলে?

Definition (1):

টেলিযোগাযোগ সংযোগসমূহের যে ব্যবস্থা টেলিফোন সংযোগসমূহ ছাড়া একটি প্রতিষ্ঠানের সব কম্পিউটারসমূহকে সরাসরি সংযুক্ত করে তাকে Local Area Network (LAN) বলা হয়।

Definition (2):

একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক যার ব্যপ্তি একটি অপেক্ষাকৃত ছোট এলাকাজুড়ে থাকে।

Definition (3):

কম্পিউটারসমূহ এবং প্রান্তবর্তী যন্ত্রসমূহের একটি সমষ্টি যা একটি স্বতন্ত্র ভৌগলিক এলাকার মধ্যে একটি সার্ভারের সাথে সাধারণ যোগাযোগ সংযোগ বা তারবিহীন সংযোগ ভাগাভগি করে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) বলে।

Definition in English:

“A system of telecommunications links that connects all computers in one firm directly, without telephone lines.”

Use of the term in Sentences:

  • There was a problem with the Local Area Network (LAN).
  • Jim is taking care of the Local Area Network (LAN).
Share it: