"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Human Rights in Bengaliজাতি, লিঙ্গ, জাতীয়তা, ভাষা, ধর্ম বা অন্য যে কোনও পদবি নির্বিশেষে সকল মানুষের অন্তর্নিহিত অধিকারকে Human Rights বা মানবাধিকার বলা হয়।
Definition of Solar Energy in BengaliSolar Energy বা সৌর শক্তি হলো সূর্য থেকে বিকিরণ যা তাপ উৎপাদন করতে সক্ষম, রাসায়নিক বিক্রিয়া সৃষ্টি করে, বা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
Definition of Electric Charge in BengaliElectric Charge বা বৈদ্যুতিক আধান হলো পদার্থের বৈশিষ্ট্য যেখানে এটির পরমাণুসমূহে প্রোটনের চেয়ে বেশী বা কম ইলেকট্রন থাকে।
Definition of Financial Management in BengaliFinancial Management বা আর্থিক ব্যবস্থাপনা বলতে আর্থিক কর্মকান্ডের পরিকল্পনা, সংগঠণ, নির্দেশনা এবং নিয়ন্ত্রণকে বোঝায় যেমন: প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ এবং সদ্ব্যবহার করা।
Definition of Potential Energy in Bengaliসঞ্চিত শক্তি যা একটি সিস্টেমের বা ব্যবস্থার বিভিন্ন অংশের আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে তাকে Potential Energy বা বিভব শক্তি বলা হয়।
Definition of Gravitational Force in Bengaliমহাবিশ্বের সব ভরসমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি; বিশেষতঃ পৃথিবীর ভরের যে আকর্ষণ এর উপরিভাগের নিকটস্থ সব বস্তুর জন্য তাকে Gravitational Force বা মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়।
Definition of Human Resource Manager in BengaliHuman Resource Manager হলেন একজন ব্যক্তি যিনি সেই বিভাগের প্রধান যা একটি কোম্পানির কর্মচারীদের নিয়োগ, প্রশিক্ষণ, সমর্থন, তাদের তথ্য সংরক্ষণ প্রভৃতির ব্যবস্থাপনা করে।
Definition of Climate Change in BengaliClimate Change বা জলবায়ু পরিবর্তন হলো বৈশ্বিক বা স্থানীয় জলবায়ুর ধরনসমূহে দীর্ঘ-মেয়াদী পরিবর্তন।
Definition of Noise Pollution in BengaliNoise Pollution বা শব্দ দূষণ হলো অবাঞ্চিত বা অতিরিক্ত শব্দ যার অনিষ্টকর প্রভাব মানব স্বাস্থ্য এবং পরিবেশের গুণগত মানের ওপর পড়তে পারে।
Definition of Physical Education in Bengaliশিক্ষা প্রতিষ্ঠানে শেখানো একটি পাঠ যা শারীরিক উপযুক্ততা গড়ে তোলা এবং দৈনন্দিন শারীরিক কার্যাবলী সহজে করতে পারা এবং উপভোগ করার ওপর আলোকপাত করে তাকে Physical Education বা শারীরিক শিক্ষা বলা হয়।