"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Noise Pollution in Bengali

Noise Pollution কাকে বলে?

Definition (1):

Noise Pollution বা শব্দ দূষণ হলো অবাঞ্চিত বা অতিরিক্ত শব্দ যার অনিষ্টকর প্রভাব মানব স্বাস্থ্য এবং পরিবেশের গুণগত মানের ওপর পড়তে পারে।

Definition (2):

সাধারণতঃ নিয়মিত উঁচু স্তরের শব্দের মধ্যে বসবাস করা যা মানুষ এবং অন্যান্য জীবের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে তাকে শব্দ দূষণ বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে, ৭০ ডেসিবেলের কম স্তরের শব্দ জীবদের জন্য ক্ষতিকর নয়, তা সে যতক্ষনি তারা সে শব্দের মধ্যে থাকুক।

Definition in English:

”Noise pollution is generally defined as regular exposure to elevated sound levels that may lead to adverse effects in humans or other living organisms.”

Use of the term in Sentences:

  • Noise pollution has become one of the alarming problems we are facing nowadays.
  • We should take the necessary steps to prevent noise pollution for our own sake.
Share it: