"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Economic System in Bengali যে গ্রহণযোগ্য প্রক্রিয়ায় একটি সমাজে দ্রব্য ও সেবা উৎপাদন এবং বন্টন করার জন্য শ্রম, মূলধন এবং প্রাকৃতিক সম্পদ সংগঠিত করা হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বা Economic System বলা হয়।
Definition of Allocation in Bengali একটি সমাজের প্রয়োজন এবং চাহিদা মেটাতে কিভাবে সম্পদ ব্যবহৃত হবে তা বাছাই করা এবং উৎপাদিত পণ্য ভোক্তাদের মধ্যে বিতরণের প্রক্রিয়াকে বন্টন বা Allocation বলে।
Definition of Labor Resources in Bengali একটি জাতিতে বিদ্যমান মানব প্রতিভা, দক্ষতা এবং যোগ্যতাকে শ্রম সম্পদ বা Labor Resources বলা হয়।
Definition of Capital Resources in Bengaliযেসব পণ্য অন্য ধরনের পণ্য বা সেবা তৈরীর উদ্দেশ্যে উৎপাদন করা হয় তাদেরকে বলা হয় মূলধন সম্পদ বা Capital Resources.
Definition of Natural Resources in Bengaliপ্রকৃতি প্রদত্ত সীমিত পরিমাণের সম্পদ যা মানবজাতির জন্য উপকারী বা প্রয়োজনীয় তাকেই বলা হয় প্রাকৃতিক সম্পদ বা Natural Resources.
Definition of Economics in BengaliEconomics বা অর্থনীতি হলো একটি বিজ্ঞান যা কিভাবে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপাদন করে তা ব্যবহারের জন্য বন্টন করা হয়, সেটা আলোচনা করে।
Definition of Economic Profit in Bengaliব্যবসার আয় বা revenue থেকে মূল খরচ বা actual expense এবং opportunity cost উভয়ই বাদ দিলে যা থাকে তাই হলো অর্থনৈতিক লাভ বা Economic Profit.
Definition of Opportunity Cost in BengaliOpportunity cost সেই সুবিধাকে উপস্থাপন করে যা একটি বিকল্পের পরিবর্তে অপরটি বাছাই করার ফলে হাত ছাড়া হয়ে যায়।
Definition of Business Profit in Bengaliব্যবসার আয় (revenue) এবং ব্যবসার খরচের (costs) পার্থক্যকে ব্যবসায় মুনাফা বা business profit বলে।
Definition of Consumer in BengaliConsumer বা ভোক্তা হলেন একজন ব্যক্তি যে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য একটি পণ্য বা সেবা ক্রয় করেন। Definition in English: A consumer is a person who consumes goods or services or purchases goods or services to use them.