Definition:
Opportunity cost সেই সুবিধাকে উপস্থাপন করে যা একটি বিকল্পের পরিবর্তে অপরটি বাছাই করার ফলে হাত ছাড়া হয়ে যায়।
Definition in English:
Opportunity cost is the benefit which is missed out on choosing an alternative instead of the other.
Opportunity cost হলো কোনো বিশেষ উদ্দেশ্যে কোনো সম্পদ ব্যবহারের জন্য পছন্দ করার খরচ, যা জন্ম নেয় সেই সম্পদ ব্যবহারের পরবর্তী সবচেয়ে ভালো বিকল্প উদ্দেশ্য ত্যাগের মাধ্যমে। যেমন: হাসান সাহেব একটি ছোট কম্পিউটারের ব্যবসার মালিক এবং তিনি নিজেকে ব্যবসাটা পরিচালনা করার জন্য Tk 20,000 বেতন দেন। কিন্তু যদি বড় কোন আইটি কোম্পানীতে চাকরী করতেন তিনি Tk 35,000 আয় করতে পারতেন, এখানে তার Opportunity cost হলো Tk 15,000.
Use of “opportunity cost” in Sentences: