Online: 817
Archive Posts
Words of three letters
- per - প্রতি, প্রতিটিতে ;
- pet - পোষা প্রাণী, প্রিয় পাত্র ;
- pew - গির্জায় ঘেরা আসন; ;
- pie - পিঠে ;
- pig - শূকরছানা,শূূকর ;
- pin - পিন, আলপিন ;
- pip - /noun/ (1) আপেল, নাশপাতি, কমলালেবু প্রভৃতির বীজ; (2) রেডিও তে সঠিক সময় বোঝানোর জন্য ব্যবহৃত একধরনের শব্দ; (3) পাশা, তাসের ফোঁটা; (4) বদমেজাজ; (5) পক্ষীদিগের রোগবিশেষ; (6) আনারসের কোয়া; (7) কমিশনপ্রাপ্ত অফিসারদের কাঁধের পদমর্যাদা স্বরূপ চিহ্ন বা ব্যাজ; ;
- pit - গর্ত, গহব্র ;
- pix - ছবি; ;
- ply - চালানো ;
- poa - লম্বা ঘাসবিশেষ; ;
- pod - শুঁুিট, শিম, বীজধার ;
- pop - ফটফট শব্দ, হঠাৎ যাওয়া বা আসা ;
- pot - মাটির বা ধাতুনির্মিত পাত্র ;
- pox - বসন্তরোগ ;
- pro - উপসর্গবিশেষ ;
- pry - বন্ধ কিছুর মধ্যে উকি মারা ;
- pub - মদের দোকান; ;
- pud - শিশুর হাত; ;
- pug - ছোট চেপটা নামক বিশিষ্ট এক প্রকার কুকুর ;
- pun - শ্লেষালংকার, কথার মারপেঁচ ;
- pup - কুকুরছানা; কুক্কুর্রশাবক; বাচ্ছা প্রসব করা; ;
- pus - পুঁজ, ঘা, ফোঁড়া থেকে নির্গত ক্লেদ ;
- put - রাখা, স্থাপন করা ;
- pyx - বাক্স; খ্রিস্টিয় গির্জার যে পাত্রে উত্সর্গীত রুটি রাখা হয়; ;
- qua - পদাধিকারবলে; ক্ষমতাবলে; ;
- rag - ছিন্ন বস্ত্র খন্ড ;
- rah - উত্সাহ দেবার জন্য আনন্দসূচক উচ্চধ্বনি; ;
- raj - রাজ; রাজশাসন; রাজাধিকার; সার্বভৌমত্ব; ;
- ram - ভেড়া ; মেষ ;
- ran - চালান; হত্তয়া; চলা; পরিচালনা করা; পলায়ন করা; বংশানুগত হত্তয়া; গড়পড়তায় হত্তয়া; ধাত্তয়া; ধাবন করা; ধাবিত হত্তয়া; ছুটা; সরিয়া পড়া; বিস্তৃত হত্তয়া; প্রবাহিত হত্তয়া; সম্পাদন করা; নির্গত হত্তয়া; ঢালা; চলিত থাকা; অতিক্রান্ত হত্তয়া; প্রবেশ করান; উঠিয়া আসা; প্রতিযোগিতা করা; দৌড়ান; দৌড় করান; ;
- rap - (দরজায়) ট্খট শব্দ (করা) ;
- rat - বড় ইঁদুর ;
- raw - আ-রাঁধা; স্বাভাবিক বা অপরিমার্জিত; অনভিজ্ঞ ;
- ray - আলোকরেখা, রশ্মি ;
- re- - পুন:-; ; /prefix/পুনর-; প্রতি;
- red - লাল(রঙ) ;
- rep - খ্যাতি; কাপড়বিশেষ; হীন ব্যক্তি; রেপ্যার্টরি; দুনম্বরি; পর্দা, সোফার ঢাকা ইঃ নির্মাণে ব্যবহৃত দাগড়া-ওয়ালা মোটা কাপড়; মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইঃ ভ্রাম্যমান সেলসম্যান; নাম; নামডাক; খাতির; অসাধু; ;
- ret - পচান; পাট জাগ দেত্তয়া; জলে ভিজে; জলীয় বাষ্প আহরণ করে; ;
- rev - এনজিনের পার; এনজিনের আবর্তন; আবর্তিত করা; ;
- rex - রাজা ;
- rib - পাঁজর ;
- rid - মুক্ত করা; পরিত্রাণ করা ;
- rig - অদ্ভুত ধরনের পোশাক পরা; পাল ও বশারাশি খাটানো ;
- rim - উন্নত বেড়; কিনারা;প্রান্ত; ;
- rip - /verb/ (1) কাটিয়া বিছিন্ন করা; এক টানে ছিঁড়ে খুলে ফেলা; (2) কোনোকিছু দ্রুত অপসারণ করা (সাবধান না হয়ে) (3) করাত দিয়ে টুকরা করা; /noun/ ছেঁড়া স্থান (কাপড়, তাঁবু ইত্যাদির); /abbreviation/ RIP - Rest In Peace এর সংক্ষিপ্ত রূপ যা মৃত লোকের আত্মার শান্তি কামনা করে বলা হয়; ;
- rob - লুট করা, ডাকাতি করে নিয়ে যাওয়া ;
- roc - রকপাখি; প্রাচ্যদেশীয় কাহিনীতে উল্লিখিত বিপুলকায় পাখি; রুপকথার বিরাটকায় পক্ষিবিশেষ; ;
- rod - দন্ড, ছড়ি ;
- roe - মাছের ডিম; মৃগী; হরিণী ;
- rom - যাযাবর; ;
- rot - পচন, বিকৃতি ;
- row - দাড় টানা, দাড় বাহিয়া যাওয়া বানৌকায় ভ্রমণ করা ;
- rub - ঘর্ষণ করা, মুছে ফেলা ;
- rue - দুঃখ করা; বিলাপ করা; অনুশোচনা করা ;
- rug - কম্বল, কার্পেট ;
- rum - গগুড় হইতে প্রস্তুত কড়া মদবিশেষ ;
- run - দৌড়ানো; পলায়ন করা, চালিত করা ;
- rut - গাড়ির চাকার দাগ; একঘেয়ে জীবনধারা ;
- rye - গম ও যব জাতীয় গাছ ও তাহার শস্যবিশেষ ;
- sac - থলে; ভিস্তি; কোষ ;
- sad - দুঃখিত বিষণ্ন ;
- sag - অবসন্ন হওয়া; ঝুলিয়া পড়া; বসিয়া যাওয়া; বাঁকানো ;
- sap - বৃক্ষের রস ;
- saw - করাত্ ;
- saw - করাত্ ;
- sax - বাদ্যযন্ত্রবিশেষ; স্যাক্সোফোনে নামক বাজনার সংক্ষিপ্ত নাম; ছাদ-ছাই স্লেট টুকরো করবার কাটারি; ;
- say - বলা, কওয়া ;
- sea - সমুদ্র সাগর; মহাসাগর ;
- see - দেখা, দর্শন করা; উপলব্ধি করা ;
- set - অস্ত যাওয়া; স্থাপন করা; বিন্যস্ত করা ;
- sew - সেলাই করা; সেলাই করে তৈরি করা ;
- sex - স্ত্রী-পুরুষ বোধ বা চিহৃ; লিঙ্গ; যৌনসহবাস ;
- she - তিনি বা সে (স্ত্রী); স্ত্রীজাতি ;
- shy - লাজুক; ভীরু ;
- sib - সম্পর্কিত; ;
- sic - যদ্দৃষ্টং; ;
- sin - পাপ; অন্যায় ;
- sip - চুমুক দিয়ে পান করা ;
- sir - মহাশয় ;