"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Words of three letters

  • mr. - মিষ্টার শব্দের সংক্ষেপ, মহাশয় ;
  • mrs - পত্নী; ;
  • mss - পাণ্ডু; ;
  • mud - কোদা,কর্দম ;
  • mug - মগ, বড় জলপাত্র ;
  • mum - নির্বাক, নীরব ;
  • nab - সহসা বা হঠাৎ ধরা ;
  • nag - বিরক্ত করা,ত্যক্ত করা ;
  • nap - তন্দ্রা, বা ঢুলনি ;
  • nay - না, কেবল এই নয় ;
  • neb - নাসিকা; চঁচু; ;
  • nee - জাত; কুমারী-কালে অমুক পদবি দ্বারা পরিচিত; ;
  • neo - নব, সাম্প্রতিক, আধুনিক ;
  • net - জাল; বাদসাদ দিয়ে যা থাকে এমন, নিট ;
  • new - নতুন ;
  • nib - নিব, কলমের মোচা ;
  • nig - নিগ্; ;
  • nil - শূন্যতা, কিছই নয় ;
  • nip - চিমটি ;
  • nit - উকুনের ডিম, নিকি ;
  • nix - কিসসু না; জলভূত; পুলিশ বা ওপরয়ালার আগমন সম্বন্ধে সাঙ্গোপাঙ্গোদের সতর্ক করে দেবার ধ্বনি; জলের ভূত; কিছু না; ;
  • nob - মাথা; শীর্ষ; অভিজাত বংশের লোক; অভিজাত লোক; গোলাম; ঘট; মুণ্ডু; রইস আদমি; বড়োলোক; পয়সাওলা লোক; ;
  • nod - মাথা নড়ানো বা দোলানো ;
  • nog - কীলক; কড়া মদ; গোঁজ; কাঠের গজাল; চিপ; একধরনের কড়া বীয়ার; ;
  • non - নঞ, না বা অভাব-বোধক উপসর্গ ;
  • nor - নয়, নহে ;
  • not - এই নয় যে ;
  • now - এখন, বর্তমানে ;
  • nub - সারকথা; ক্ষুদ্র দলা; সারাংশ; মূল কথাটুকু; মোদ্দা ব্যাপার; কয়লা ইত্যাদির ছোটো চাঁই; ;
  • nun - সন্ন্যাসীনি, মঠবাসী, তপস্বিনী ;
  • nut - বাদাম, সুপারী ;
  • oaf - গণ্ডমূর্খ; জড়বুদ্ধি ব্যক্তি; ভূতের সন্তান; নির্বোধ; বোকা; ;
  • oak - ওকগাছ ;
  • oar - দাঁড়, বৈঠা ;
  • oat - এক প্রকার খাদ্য শস্য, জই ;
  • oda - উপপত্নী; বাঁদী; ;
  • odd - বিজোড়, বিষম, বাড়তি, অস্বাভাবিক ;
  • ode - প্রশান্তিমূলক গীতি-কবিতা ;
  • off - বন্ধ; বিচ্ছিন্ন; দূরত্বে; তফাতে; দেরিতে; পরে; দূরে; সরিয়া; স্থানচু্যত হইয়া; বিযুক্ত হইয়া; অক্রিয় হইয়া; ছুটি লইয়া; বাতিল হইয়া; বিগত; ; /preposition/হইতে; কিছু হইতে দূরে; দূরে সরিয়া; বিপরীত দিকে; বিপরীত প্রান্তে; /adjective/সর্বাধিক দূরবর্তী; দূরতম; বিপরীত দিক্স্থ; দূরবর্তী দিক্স্থ; বিপরীত প্রান্তস্থ; দূরবর্তী প্রান্তস্থ; ডানদিকের; সম্মানে হীনতর;
  • oft - পুনঃপুনঃ,বারবার ;
  • ohm - বৈদ্যুতিক রোধ পরিমাপের একক; ;
  • oho - বিস্ময় বা উল্লাসসূচক ধ্বনি; ;
  • oil - তেল; তৈল; অয়েল; জলপাই-তৈল; তৈলচিত্র; ; /verb/তৈল মাখান; তৈলাক্ত করা; তৈল লেপন করা; তৈল দেত্তয়া;
  • old - বুড়ো, বয়স্ক, প্রবীণ, প্রাচীন, জীর্ণ ;
  • olm - একরকমের গুহাবাসী স্যালাম্যান্ডার; ;
  • one - এক; একজন; একটি; একটা; একই; প্রথম; জনৈক; অনির্দিষ্ট একটি; অনির্দিষ্ট একজন; গোটা; কোন এক; ; /noun/এক; একক; একখানা; একতা; একটি বস্তু; একসংখ্যা; এক অঙ্ক; একটি লোক; এক; /pronoun/এক; একে; যেকেহ; কোন একজন; একখানি; ;
  • oof - মালকড়ি; অর্থ; নগদ টাকা; মালকড়ি; ;
  • ooh - উত্তেজনা; খুশি; বিস্ময়; ;
  • ope - ফাঁকা জায়গা; মুক্ত স্থান; খোলা জায়গা; ;
  • opt - বেছে নেত্তয়া; পছন্দ করা; মনোনীত করা; পছন্দমতো বেছে নেওয়া; কোনোকিছুর পক্ষে সিদ্ধান্ত নেওয়া; ;
  • orb - মন্ডল, বৃত্ত, চক্র চক্ষু ;
  • ore - আকরিক ধাতু ;
  • ort - বর্জিত অংশ; ভুক্তাবশেষ; এটোকাঁটা; ;
  • oto - কর্ণ; কানসম্পর্কীয়; ;
  • oui - হাঁ; ;
  • our - আমাদের ;
  • ous - পরায়ণ; পর; ;
  • out - আউট; বাহিরের; দূরস্থিত; বাহি্যক; বহি:স্থ; ; /adverb/আউট; বাহিরে; বিদেশে; সম্পূর্ণরূপে; যথেচ্ছভাবে; স্বাধীনভাবে; সবলে; অনাবৃতভাবে; অনাশ্রিত অবস্থায়; হতবুদ্ধি হইয়া; প্রকাশিত অবস্থায়; প্রকাশিতভাবে; বাইরে; দূরে; মুক্তি পাওয়া; ছাড়া পাওয়া; বেরিয়ে পড়া; নিঃশেষ হওয়া; /preposition/বহির্ভাগে;
  • ovi - ডিম্ব; অণ্ড; ;
  • owe - ঋণ থাকা, বাধা বাধকতায় থাকা ;
  • owl - পেঁচা ;
  • own - অীধকারী হওয়া, স্বীয় বা নিজস্ব ;
  • oxy - তীক্ষ্ন; অম্ল; অক্সিজেন; ;
  • p m - বিকাল; মধ্যাহ্নের মধ্যবর্তিকালীন; ;
  • p o - রাত্রিকালে শয়নকক্ষে ব্যবহৃত মূত্রধানী; ;
  • pad - গদি. একত্রে বাঁধানো লেখার কাগজ প্যাড ;
  • pal - বন্ধু, সাথী ;
  • pan - চাটু ; কড়াই ; কটাহ ;
  • pap - শিশুর নরম খাদ্য ;
  • par - সমাবস্তা, সমতা ;
  • pas - নৃত্য; পদক্ষেপ; ;
  • pat - মৃদু চাপড়, একতাল ;
  • paw - থাবা মারা ;
  • pax - শান্তি; শান্তিসূচক চুম্বন; ;
  • pay - পরিশোধ করা ; পুুরষ্কৃত করা ; শাস্তি দেওয়া ; প্রদান করা ; দেওয়া ; ক্ষতিপূরণ দেওয়া ; বেতন ; মুুজুুরি ; ভাড়া ;
  • pea - মটর ; কলাই ; মটর গাছ ;
  • pee - প্রস্রাব; মটর; মূত্রত্যাগ; ; /verb/প্রস্রাব করা;
  • peg - খোঁটা দিয়ে আটকানো ;
  • pen - কলম লেখনী ;
  • pep - বীর্য; তেজ; সজীবতা; উত্সাহ; স্ফূর্তি; প্রফুল্লতা; ফূর্তি; উদ্দীপনা; উদ্যম; শক্তি; ;