"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Fruits name (ফলের নাম)

পৃথিবীতে কতো ধরণের ফল রয়েছে তার নির্দিষ্ট কোন হিসাব নেই। তবে অনুমান করা যায় সেই সংখ্যাটি কয়েক হাজারেরও বেশি হবে।

FAO (Food and Agriculture Organization of the United Nations) এর তথ্য মতে, সারা বিশ্বে শুধুমাত্র কলার প্রজাতিই আছে প্রায় ১ হাজারের বেশি এবং কেবলমাত্র গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলেই জন্মায় প্রায় ২৭০০ প্রজাতির ফল। কৃষিবিশেষজ্ঞদের ধারণা, এখনো আবিষ্কার করা হয়নি বা তালিকাভুক্ত করা সম্ভব হয় নি এমন প্রজাতির সংখ্যাটাও কম হবার কথা নয়।

এতো বিপুল পরিমাণ ফলের ধরণ এবং প্রজাতির নাম উল্লেখ করা এখনো সম্ভব না। বহুলপ্রচলিত এবং উল্লেখযোগ্য কিছু ফলের বাংলা এবং ইংরেজি নাম নিচে তালিকা আকারে দেয়া হলঃ

Fruits name in English and Bengali: 

Bangla NameEnglish Name
আপেল Apple
কলা Bananas
আঙ্গুর Grapes
লাল আঙ্গুর Red Grapes
কাঁঠাল Jackfruit
আম Mango
কমলা Orange
পেয়ারা Guava
পেঁপে Papaya
আনারস Pineapple
আতা Custard apple
স্ট্রবেরি Strawberry
তেঁতুল Tamarind
আখ Sugarcane
ডাব Green coconut
লেবু Lemon
অ্যাভোকাডো Avocados
বরই Plum
আমড়া Hog plum
নাশপাতি Nashi Pear
জলপাই Olive
পানিফল Water caltrop
জামরুল Java Apple
চালতা Elephant Apple
বেল Wood Apple
কদবেল Elephant Wood Apple
ড্রাগন ফল Dragon Fruit
মালবেরী Mulberry
খেজুর  Dates
নারিকেল Coconut
ডুমুর Figs
জাম্বুরা Pomelo
লিচু Lychee
তরমুজ Watermelon
মাল্টা Sweet Orange
ডালিম Pomegranate
জাম Java plum
করমচা Carissa carandas
তাল Palm
কামরাঙা Star Fruit
বাঙ্গী Muskmelon
গাব Velvet apple
আমলকী Gooseberry
কিউই Kiwi
সফেদা Sapodilla
লটকন Burmese Grape
পীচ Peach
প্যাসন ফ্রুট Passion Fruit
ব্লুবেরি Blueberries
চেরী Cherries
রাস্পবেরী Raspberries
ব্ল্যাকবেরী Blackberries
গ্রেপফ্রুট Grapefruit
বিলম্বি Bilimbi
রাম্বুটান Rambutan
মোসাম্বি Sweet Lime

     

Share it: