Adverbs are used to give more info about verbs. It can be used to describe more action, give more information about the when, where, and how of the action, or to compare actions.
Adverb মানে Verb – এর সাথে অন্য কোন কিছুর সংযুক্তি। সুতরাং যে শব্দ Verb বা Adjective এর সাথে বসে তাদের দোষ, গুন, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে Adverb বলে।
Example of adverb:
- সে তার বাবার সাথে আস্তে আস্তে হাঁটে – He walks slowly with his father.
- আমি কাজটি তাড়াতাড়ি শেষ করব – I shall finish the work quickly.
- সে জোরে কথা বলে – He speaks loudly.
- সাধারনতঃ সকাল দশটায় আমি স্কুলে যাই - I generally go to school at 10 AM.
- সে সব সময় আমকে সাহায্য করবে – He will always help me.
- তিনি কদাচিৎ এখানে আসেন – He seldom comes here.
- কদাচিৎ বৃষ্টি হবে – It will hardly raining.
- সৌভাগ্যক্রমে আমি রক্ষা পেয়েছিলাম – Luckily I was saved.