"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Example of Conjunction

A conjunction is a part of speech that is used as a joiner for two or more sentences.

দুইটি Sentence এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য Conjunction ব্যবহৃত হয়।

 

Example in Sentences:

  • রহিম এবং করিম একই স্কুলে পড়ে – Rahim and Karim read in the same school.
  • আমি ও আমার ভাই অসুস্থ – I as well as my brother is ill.
  • হয় তুমি অথবা তোমার ভাই এই কাজ করেছে – Either you or your brother had done this work.
  • পিতা – পুত্র কেউই উপস্থিত ছিল না – Neither the father nor the son was present.
  • তুমি যাবে কিনা আমাকে বল – Tell me whether you will go or not.
  • সে বলল যে সে ভাল – He said that he was well.
  • সে ভাত খায় না, কারন সে পীড়িত – He does not eat rice because he is ill.
  • যেমন কর্ম, তেমন ফল – As you sow, so you reap.
  • রমনীটি না কেঁদে পারলনা The woman could not but tears.
  • তাকে দেখে না হেসে পারলাম না – I could not but laugh to see you.
  • সে গরীব অথচ সৎ - He is poor but honest.
  • আমি পীড়িত কাজেই আজ স্কুলে যাব না – I am ill therefore I shall not go to the school today.
  • পাছে ফেল করে এই ভয়ে সে খুব পরিশ্রম করে – He work hard best he fail.
  • পাছে গাড়ী ফেল করে এই ভয়ে সে দ্রুত হাঁটে – He walks fast lest he should miss the train.

 

Share it: