"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Phrases to Use at the Bank

যখন আমরা ব্যাংকে যাই তখন বিশেষ কিছু শব্দ এবং phrase সম্পর্কে আমাদের আগে থেকেই একটা ধারণা রাখতে হয় যাতে আমরা প্রয়োজনে সেখানে সেগুলো ব্যবহার করতে পারি। এখন আমরা তেমনই কিছু প্রয়োজনীয় শব্দ এবং phrase নিয়ে আলোচনা করবো।

Cashier (কোষাধ্যক্ষ)

Cashier হলেন সেই ব্যক্তি যিনি ব্যাংকে আপনাকে সেবা প্রদান করে থাকেন এবং নিরাপত্তার কারণে সাধারণতঃ একটি কাঁচের দেয়ালের অপর পাশে বসে থাকেন। যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় তাদের বলা হয় “teller”.

 

Current account (চলতি হিসাব)

একটি bank account হচ্ছে একটি হিসাব যে ব্যাংকে আপনি কত টাকা রেখেছেন। বিভিন্ন ধরনের account আছে। 'Current account' অর্থ যখনই আপনার দরকার আপনি টাকা ব্যাংক থেকে দ্রুত উঠাতে পারবেন।

 

High interest account (উচ্চ সুদের আ্যাকাউন্ট)

High interest account হচ্ছে আপনি ব্যাংকে একটি লম্বা সময়ের জন্য যে টাকা রেখেছেন তার হিসাব। প্রত্যেক মাসে ব্যাংক আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা (Interest) দেয় আ্যাকাউন্টে অনেকগুলো টাকা রাখার জন্য।

 

Balance (জমাখরচের পূর্ণ সমতা)

Balance হলো একটি অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট সময়ে আপনার কি পরিমাণ টাকা আছে তার হিসাব। আপনি জিজ্ঞাস করতে পারেন, 'I'd like to know the balance of my current account'.

 

Cheque book (চেক বই)

আপনি ব্যাংক থেকে টাকা তোলার জন্য চেক বই ব্যবহার করেন। আপনার কি পরিমাণ টাকার দরকার, তা আপনি বইটির একটি কাগজের স্লিপে (cheque-এ) লেখেন, আপনার signature-সহ, আপনি তা Cashier-কে দেন এবং সে আপনাকে টাকাটা দেয়।

 

Debit card / Cash card (ডেবিট কার্ড/ ক্যাশ কার্ড)

Debit card / Cash card হলো ব্যাংক থেকে টাকা তোলার আরেকটি উপায়। আপনি এটাকে একটি মেশিনে প্রবেশ করাবেন ও একটি number টাইপ করবেন এবং মেশিন থেকে টাকা বেরিয়ে আসবে।

 

Hole-in-the-wall / Cashpoint (হোল-ইন-দ্য-ওয়াল / ক্যাশপয়েন্ট)

Hole-in-the-wall হলো একটি ব্রিটিশ অনানুষ্ঠানিক ইংরেজী। যে মেশিনে Debit card / Cash card প্রবেশ কেরিয়ে টাকা তোলা হয় তাকেই Hole-in-the-wall / Cashpoint বলা হয়। এর আরেক নাম হলো ATM (Automated Teller Machine) বা Cash machine. 

 

Overdraft / Overdrawn (ওভারড্রাফ্ট/ ওভারড্রন)

যখন একটি ব্যাংক অ্যাকোউন্ট থেকে টাকা তুলে ফেলা হয় এবং আ্যাকাউন্টটির বিদ্যমান ব্যালান্স শূণ্যের নীচে চলে যায়, তখন Overdraft হয় এবং আ্যাকাউন্টটিকে Overdrawn বলা হয়।

 

In the red / In the black (ইন দ্য রেড/ ইন দ্য ব্ল্যাক)

In the red অর্থ আপনি দেনায় আছেন অর্থাৎ আপনার আ্যাকাউন্টে টাকা নেই। In the black অর্থ আপনি দেনায় নেই অর্থাৎ আপনার আ্যাকাউন্টে টাকা আছে।

 

Standing order (স্ট্যান্ডিং অর্ডার)

Standing order হলো একটি ব্যাংকের প্রতি এর একজন আ্যাকাউন্টধারণকারীর একটি নির্দেশনা যে, ব্যাংকটি নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একজন নির্দিষ্ট ব্যক্তি বা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে প্রদান করবে।

Share it: