Keyboard warrior বা কীবোর্ড যোদ্ধা বলতে এমন মানুষদের বোঝায় যারা কিনা অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফোরামে কিংবা পোস্ট- ভিডিও’র কমেন্ট সেকশনে খুব আগ্রাসী-বলিষ্ঠ ভাবে নিজেদের মত প্রকাশ করে থাকে, যদিও বাস্তবে তারা তেমন নন; বরং উল্টো বাস্তবে মত প্রকাশে ভীরু প্রকৃতির হয়ে থাকে।
Definition 1:
ইন্টারনেটে যারা কিনা আক্রমণাত্মক বা আপত্তিকজনক পোস্ট বা কমেন্ট করে থাকে, এরা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনার মাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ করে থাকে।
Definition 2:
ক্যামব্রিজ ডিকশনারি মতে, ইন্টারনেটে ক্রোধপূর্ণ বার্তা ছড়ায় এবং যারা তর্কে জড়াতে পছন্দ করে তাদেরকে কীবোর্ড যোদ্ধা বলা হয়।
English Definition:
অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, “A person who makes abusive or aggressive posts on the internet, typically one who conceals their true identity.”
অনেকক্ষেত্রেই মানুষ তার ভেতরের ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে ইন্টারনেট ব্যবহার করে থাকে। তাদের অনেকের ধারণা ইন্টারনেটে তাদের কেউ চেনে না বলে কাউকে কিছু বললে কোনো সমস্যা হবে না। এজন্য কীবোর্ড যোদ্ধারা ইন্টারনেটের দুনিয়ায় অত্যন্ত আগ্রাসী, আক্রমণাত্মক হলেও বাস্তবে ঠিক তার উল্টো অর্থাৎ ভীরূ প্রকৃতির হয়ে থাকে। সচরাচর রাজনৈতিক কোনো আর্টিকেল, পোস্ট বা রাজনীতি বিষয়ক সাইটের কমেন্ট সেকশনে এদের সমালোচনার সম্মুখীন হতে দেখা যায়।
In a sentence: