"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Clinical Trial

চিকিৎসা বিজ্ঞানের নির্দিষ্ট একটি পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি। 

Definition 1:

কোনো মেডিসিন, ভ্যাক্সিন বা চিকিৎসাসেবা বাজারজাত করার পূর্বে মানবদেহে সেই মেডিসিন, ভ্যাক্সিন বা চিকিৎসাসেবা কতটা নিরাপদ এবং কার্যকর তা যাচাই করার জন্য নিয়ন্ত্রিত পরিবেশে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মানুষের উপর প্রয়োগ করে ফলাফল পর্যবেক্ষণ করে দেখা হয়। এই প্রক্রিয়াটিই হল Clinical Trial। 

Definition 2:

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী,

এমন এক গবেষণা পদ্ধতি যেখানে বিশেষজ্ঞদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকদের উপর চিকিৎসা বিজ্ঞানের কোনো নতুন সেবা বা মেডিসিন নিরাপদে প্রয়োগ করে মানবদেহের জন্য সেই সেবা বা মেডিসিন কতটা কার্যকর ও নিরাপদ তা ফলাফল পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই করা হয়। 

Definition 3:

মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি মতে,

বিজ্ঞানসম্মত উপায়ে পরিপূর্ণ নিয়ন্ত্রিত একটি গবেষণা পদ্ধতি, যেখানে মানবদেহে কোনো থেরাপিউটিক এজেন্ট (মেডিসিন, ভ্যাক্সিন) এর সুরক্ষা এবং কার্যকারিতা যাচাই করে দেখতে মানুষকে (সম্মতি সহকারে) গবেষণার সাবজেক্ট হিসেবে নিয়ে তাদের উপর সেসব মেডিসিন বা ভ্যাক্সিন প্রয়োগ করা হয় এবং মানবদেহের জন্য সেগুলো কতটা নিরাপদ এবং কার্যকারি তা পর্যবেক্ষণ করে দেখা হয়।       

English Definition:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health organization) অনুযায়ী, 

"Any research study that prospectively assigns human participants or groups of humans to one or more health-related interventions to evaluate the effects on health outcomes." 

In a sentence:

  • Clinical Trials of the new vaccine may take three years.
  • They are doing clinical trials on a new drug.
  • The new drug is Undergoing clinical trials.

 

Share it: