"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Chat Bench

উন্নত বিশ্বে পার্ক বা পাবলিক প্লেসে বসার জন্য লম্বা বেঞ্চ থাকে। কিছু কিছু বেঞ্চ শুধুমাত্র অপরিচিত মানুষের সঙ্গে বসে কথা বলার জন্যই নির্দিষ্ট করা থাকে। পরিচিত-অপরিচিত মানুষজন এখানে বসে কথা বলতে পারে। মানুষজন এখানে বসে চ্যাট বা আলাপ করে বলে এগুলোকে চ্যাট বেঞ্চ বলা হয়। 

Definition:

নির্ধারিত এলাকায় জনসাধারণের জন্য লম্বা যে বিশেষধরনের বেঞ্চ রাখা থাকে যাতে পরিচিত বা অপরিচিত মানুষ পাশাপাশি বসে কথাবার্তা বলতে পারে তাকেই Chat Bench বলে। "Chat" হল কথাবার্তা আর "Bench" হল বসার জায়গা। 

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী, “a long seat in a public place where strangers are encouraged to sit and talk to each other.” 

মানুষের একাকীত্ব কাটানোর জন্য পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্য, আমেরিকা সহ নানা দেশের বিভিন্ন শহরে এধরনের বেঞ্চ বসানো হয়ে থাকে। অপরিচিত মানুষের সঙ্গে কথাবার্তা বা আলাপ-আলোচনা করার জন্য উৎসাহিত করা হয় এই ধরনের বেঞ্চ স্থাপনের পদক্ষেপটির সাহায্যে। 

অধিকাংশ Chat bench এ “Sit here if you don’t mind someone stopping to say hello” (কেউ পাশে বসে হ্যালো বললে সমস্যা না থাকলে এখানে বসতে পারেন) লেখাটি উল্লেখ করা হয়ে থাকে। উল্লিখত লেখাটি চ্যাট বেঞ্চ এর কার্যকারন মানুষের মাঝে সার্থকভাবে বোধগম্য হয়েছে বলেই একাকিত্ববোধের সমস্যাটি অনেকাংশেই প্রশমিত হয়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এর ব্যবহারকারীরা।  

Use in a Sentence

  • I met my best friend on a chat bench in a park. (আমার সবচেয়ে কাছের বন্ধুর সাথে আমার পরিচয় হয় এক পার্কের "Chat bench" এ।)
  • You always meet interesting people on chat benches. ("Chat bench" এ সবসময় বিচিত্র মানুষের সাথে পরিচয় হয়।)
Share it: