"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Chatbot

"Chatting" ও "Robot" শব্দদুটির অংশবিশেষ মিলেই গঠিত হয়েছে Chatbot শব্দটি। Chatterbot শব্দটির সাথে অনেকেই এটিকে গুলিয়ে ফেলে বা মনে করে থাকে যে "চ্যাটবট " হল "চ্যাটারবট" এর সংক্ষিপ্ত রূপ কিন্তু এই দুইটি শব্দের মধ্যে  রয়েছে বেশ পার্থক্য। 

Definition 1:

মানুষের সঙ্গে মানুষের মতো করে উত্তর দেবার মতো সক্ষম কম্পিউটার প্রোগ্রাম। 

Definition 2:

অক্সফোর্ড ডিকশিনারির সংজ্ঞামতে, "চ্যাটবট" এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রামকে নির্দেশ করে যা কোন মানুষের সাথে কথাবার্তা চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে যা সাধারণতঃ ইন্টারনেট বা চ্যাটরুমের  মাধ্যমেই হয়ে থাকে। 

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারির মতে, “a computer program designed to have a conversation with a human being, especially over the internet.”

 

চ্যাটবট সাধারনত একটি চ্যাটরুমে ব্যবহারকারীর সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যেতে পারে এবং কোনো কোম্পানীর সেলস বা মার্কেটিং সেকশনে কারো কোনো জিজ্ঞাসায় মানুষের মতো করে উত্তর দিতে পারে।

অন্যদিকে চ্যাটারবট Artificial Intelligence সম্বলিত একধরনের কম্পিউটার প্রোগ্রাম যা কিনা মানুষের সাথে interactive conversation বা মিথস্ক্রিয় আলাপ দিতে সক্ষম।  

Use it in a sentence:

  • These chatbots are getting smarter by the day. (চ্যাটবটগুলো দিনদিন আরও বুদ্ধিমান হয়ে উঠছে।)
  • It is easy to mistake chatbots for actual human beings. (চ্যাটবটগুলোকে মানুষ ভেবে ভুল করাও স্বাভাবিক।)

 

Share it: