ফরাসি ভাষায় avant-garde এর অর্থ vanguard, যা দিয়ে যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধাদের বোঝানো হয়। একই ভাবে শিল্পের ক্ষেত্রে আভা-গার্দ শিল্পীরা যোদ্ধার মতো ভূমিকাই পালন করেন। কেননা তারা শিল্পের নানা শাখায় চলমান প্রতিষ্ঠিত রীতি-চর্চার বিরুদ্ধে যেয়ে শিল্পে নতুন ধারণার চর্চা শুরু করেন, সেই ধারণার বিকাশ করেন।
শিল্পের এই নব-সূচনাই মূলত avant-garde বা আভা গার্দ।
Definition:
নতুন চিন্তাধারা এবং সৃজনশীল একদল মানুষের মাধ্যমে শিল্পকলায় নতুন এবং এক্সপেরিমেন্টাল নানা ধারণার বিকাশের মাধ্যমে শিল্পকে নবজাগরণ করানোর আন্দোলনকে avant-garde বা আভা-গার্দ বলা হয়।
English Definition:
ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী, “Ideas, styles, and methods are very original or modern in comparison to the period in which they happen.”
দলগতভাবে শিল্পের প্রচলিত ধারণার চর্চার পরিবর্তে নতুন ধারণার বিকাশ করার মাধ্যমে পৃথিবীতে সেই ১৮৫০ সাল থেকে নানা দেশে নানা সময়ে আভা-গার্দের মাধ্যমে শিল্পের ধারণা-রূপ পরিবর্তিত হয়ে আসছে যা এখনো চলমান। avant-garde এর ফলে শিল্প হয়েছে আরো বিকশিত এবং এসেছে নতুনত্ব।
In a sentence: