Ventilator হলো একটি যন্ত্র যা শ্বাসকষ্টজনিত রোগীদের ফুসফুসে কৃত্রিমভাবে বাতাস বা অক্সিজেন সরবারহ করে শ্বাস নিতে সাহায্য করে।
Respirator হলো একটি ডিভাইস যা বায়ুর মধ্যে থাকা ক্ষতিকর পদার্থ (গ্যাস, বাস্প, ধুলিকণা, ভাইরাস, ব্যাকটেরিয়া) ফিল্টার করে। এটি মাস্ক সদৃশ একটি ডিভাইস যা পুরো মুখমন্ডলকে ডেকে রাখে। এটি সাধারণত স্বাস্থ্যকর্মী, দমকলকর্মী, রাসায়নিক সংস্থার কর্মীরা ব্যবহার করে থাকে।
Ventilator [noun] বাতায়ন; বায়ুরন্ধ্র; কৃত্রিম শ্বসন চালু রাখার যন্ত্র;
Ventilator শব্দটি একটি যন্ত্র বোঝাতে ব্যবহৃত হয় যা রোগীদের শ্বাস নিতে সাহায্য করে।
The word ventilator is used to refer to a device helping patients breathe.
Example in sentences:
Respirator [noun] শ্বাসমুখোশ; শ্বসন চালু রাখার যন্ত্র;
Respirator শব্দটি রক্ষাকারী মুখোশসমূহ বোঝাতে ব্যবহৃত হয় যা স্বাস্থ্যকর্মীরা পরিধান করে থাকেন।
The word respirator is used to refer to protective masks those health workers or professionals wear.
Example in sentences: