Amend is to change something, usually a document or personal behavior, to make it better.
Emend is to correct something, usually in a text, to fix an error.
এটি একটি verb, যার সাহায্যে কোন পরিবর্তন করাকে বোঝানো হয়।
বিশেষত লিগ্যাল ডকুমেন্ট বা আইন এর পরিবর্তন করাকে Amend বলা হয়।
আবার, আচরণ বা ব্যবহার সংশ্লিষ্ট কোন ধরনের পরিবর্তন বা প্রভাবিত করা বোঝাতে Amend ব্যবহৃত হয়ে থাকে।
এটিও একটি verb, যার অর্থ- পাঠ্যে (text) সংশোধন করা।
যেকোনো ধরনের টেক্সট এর ভুল সংশোধন, পরিবর্তন বা সম্পাদনা করার কাজকে বোঝানো হয় emend এর মাধ্যমে।
মনে রাখার উপায়ঃ
Amend এবং Law তে থাকে A; ডকুমেন্ট বা আইন (law) এর পরিবর্তনের সাথে সম্পর্কিত Amend ।
Emend এবং Text তে থাকে E; টেক্সট (text) এ সম্পাদনা বা সংশোধন এর সাথে সম্পর্কিত Emend ।
Amend এবং Emend দুটি শব্দই পরিবর্তনকে বোঝায় তবে পরিবর্তনের বিষয় বা ক্ষেত্র আলাদা ধরনের ।
অনেকের স্বার্থের বিষয় বিবেচনায় রেখে করা পরিবর্তন হচ্ছে Amend , অন্যদিকে কোনো কিছুর ভুল সংশোধন করা হল Emend ।