Amend is to change something, usually a document or personal behavior, to make it better.
Emend is to correct something, usually in a text, to fix an error.
Amend
এটি একটি verb, যার সাহায্যে কোন পরিবর্তন করাকে বোঝানো হয়।
বিশেষত লিগ্যাল ডকুমেন্ট বা আইন এর পরিবর্তন করাকে Amend বলা হয়।
- Have you amended your will to reflect the changes?
- He will amend the contracts once he gets back to the office.
- Parliament amended the bill before it became law.
আবার, আচরণ বা ব্যবহার সংশ্লিষ্ট কোন ধরনের পরিবর্তন বা প্রভাবিত করা বোঝাতে Amend ব্যবহৃত হয়ে থাকে।
- If you can amend her mindset, she will become successful.
Emend
এটিও একটি verb, যার অর্থ- পাঠ্যে (text) সংশোধন করা।
যেকোনো ধরনের টেক্সট এর ভুল সংশোধন, পরিবর্তন বা সম্পাদনা করার কাজকে বোঝানো হয় emend এর মাধ্যমে।
- Editors do a lot of emending work before publication.
- I checked your data set and emended a few more entries.
- Based on these new data, steps of this strategy may get emended.
মনে রাখার উপায়ঃ
Amend এবং Law তে থাকে A; ডকুমেন্ট বা আইন (law) এর পরিবর্তনের সাথে সম্পর্কিত Amend ।
Emend এবং Text তে থাকে E; টেক্সট (text) এ সম্পাদনা বা সংশোধন এর সাথে সম্পর্কিত Emend ।
Amend এবং Emend দুটি শব্দই পরিবর্তনকে বোঝায় তবে পরিবর্তনের বিষয় বা ক্ষেত্র আলাদা ধরনের ।
অনেকের স্বার্থের বিষয় বিবেচনায় রেখে করা পরিবর্তন হচ্ছে Amend , অন্যদিকে কোনো কিছুর ভুল সংশোধন করা হল Emend ।