"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Defence vs Defense

Defence এবং  Defense শব্দ দুটি একই ধরনের অর্থ (প্রতিরক্ষা, প্রতিরোধ, রক্ষা করা ইত্যাদি) প্রকাশ করলেও ব্যবহারিকভাবে প্রয়োগ ভিন্ন হয়ে থাকে। 

British English ⇒ Defence, C ব্যবহার করা হয়।

American English ⇒ Defense, S ব্যবহৃত হয়। 

In a sentence:

  • The enemy attacked us, but thankfully we had a strong military defense ready to deploy.
  • The defence presented its case powerfully.
  • The team needs to sustain its defense no matter who it is facing. 

অধিকাংশ ক্ষেত্রে বাক্য গঠনের ধরন অর্থাৎ, British/ American english অনুসারে, C/S সঠিক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

  • Defences/ Defenses
  • Defenceless/ Defenceless 

তবে যেখানে প্রত্যয় (suffix) হিসেবে i চলে আসে সেসব ক্ষেত্রে শুধুমাত্র S ব্যবহৃত হয়ে থাকে। এসব শব্দের ক্ষেত্রে C ব্যবহৃত হয় না।

  • defensive
  • defensiveness
  • defensively
  • defensible 

মনে রাখার উপায়ঃ

Defence ⇒ British English ⇒ Royal Crown ⇒ C

Defense ⇒ American English ⇒ United States of America ⇒ S

 

Share it: