Defence এবং Defense শব্দ দুটি একই ধরনের অর্থ (প্রতিরক্ষা, প্রতিরোধ, রক্ষা করা ইত্যাদি) প্রকাশ করলেও ব্যবহারিকভাবে প্রয়োগ ভিন্ন হয়ে থাকে।
British English ⇒ Defence, C ব্যবহার করা হয়।
American English ⇒ Defense, S ব্যবহৃত হয়।
In a sentence:
অধিকাংশ ক্ষেত্রে বাক্য গঠনের ধরন অর্থাৎ, British/ American english অনুসারে, C/S সঠিক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
তবে যেখানে প্রত্যয় (suffix) হিসেবে i চলে আসে সেসব ক্ষেত্রে শুধুমাত্র S ব্যবহৃত হয়ে থাকে। এসব শব্দের ক্ষেত্রে C ব্যবহৃত হয় না।
মনে রাখার উপায়ঃ
Defence ⇒ British English ⇒ Royal Crown ⇒ C
Defense ⇒ American English ⇒ United States of America ⇒ S