"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Small Business in BengaliSmall Business বা ছোট ব্যবসা হলো একটি ব্যবসা যা স্বাধীন মালিকানায় পরিচালিত এবং যা নিজের কার্যক্ষেত্রে প্রভাবশালী না। “One that is independently owned and operated and is not dominant in its field of operation.”
Definition of Franchisor in BengaliFranchisor হলো franchise ব্যবস্থায় লাইসেন্স প্রদানকারী কোম্পানী। “The licensing company in the franchise arrangement.”- Steven J. Skinner & John M. Ivancevich
Definition of Franchisee in BengaliFranchisee হলেন একটি franchise দোকান বা বিপণন কেন্দ্রের স্বাধীন মালিক যিনি একজন franchisor-এর সাথে একটি চুক্তিতে প্রবেশ করেছেন। “The independent owner of a franchise outlet who enters an agreement with a franchisor.”
Definition of Franchising in BengaliFranchising হলো একটি ব্যবস্থা যার মাধ্যমে স্বাধীন ব্যবসায়ীদের মালিকানাধীন বিভিন্ন দোকানে বা বিপণন কেন্দ্রে একটি ব্র্যান্ডের নামের অধীনে পণ্য এবং/বা সেবা-র নির্বাচনমূলক বন্টন করা হয়।
Definition of Franchise in BengaliFranchise হলো কোন নির্দিষ্ট ব্যবসায়িক নাম ব্যবহার করতে পারা এবং এর পণ্য বা সেবা কোন নির্দিষ্ট শহর, এলাকা বা দেশে বিক্রি করতে পারার অধিকার। “The right to use a specific name (Pizza Hut, Subway, H & R Block, Blockbuster, Masterworks International) and sell its goods or services in a specific city, region, or country.”
Definition of Need for Achievement in BengaliNeed for Achievement বা অর্জনের জন্য প্রয়োজন হলো সাফল্য লাভ করা, বড় হওয়া এবং ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য তীব্র আকাঙ্খা থাকা। “A strong desire to succeed, to grow, to accomplish challenging tasks.” - Steven J. Skinner & John M. Ivancevich
Definition of Intrapreneur in BengaliIntrapreneur হলেন একটি প্রতিষ্ঠান দ্বারা নিয়োগকৃত একজন উদ্যোক্তা-স্থানীয় ব্যক্তি যাকে উদ্ভাবনশীল এবং সৃজনশীল হতে উদ্বুদ্ধ করা হয়। “An entrepreneurial person employed by a corporation and encouraged to be innovative and creative.”
Definition of Entrepreneur in BengaliEntrepreneur বা উদ্যোক্তা হলেন একজন ব্যক্তি যিনি একটি ব্যবসা সংগঠিত এবং এর ব্যবস্থাপনা করতে প্রয়োজনীয় ঝুঁকি নেন এবং আর্থিক মুনাফা ও অন্যান্য অনার্থিক পুরস্কার লাভ করেন।
Definition of Professional Service Organization in BengaliProfessional Service Organization বা পেশাদার সেবা সংগঠণ হলো পেশাদার মানুষদের একটি সংগঠণ যা পেশাদার সমিতি আইনের অধীনে সংগঠিত এবং কর সুবিধা লাভের একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত।
Definition of Savings and Loan Association in Bengaliযে প্রতিষ্ঠান প্রায় একটি সঞ্চয় ব্যাংকের মতো কার্যাবলী সম্পাদন করে তাকে সঞ্চয় এবং ঋণ সমিতি বা Savings and Loan Association বলে। একটি এ্যাকাউন্টের মালিককে একটি পাশ বই দেয়া হয় যেখানে জমা এবং প্রত্যাহারের পরিমাণ লিপিবদ্ধ থাকে।