Definition (1):
Franchise হলো কোন নির্দিষ্ট ব্যবসায়িক নাম ব্যবহার করতে পারা এবং এর পণ্য বা সেবা কোন নির্দিষ্ট শহর, এলাকা বা দেশে বিক্রি করতে পারার অধিকার।
Definition (2):
Franchise হলো এক ধরনের লাইসেন্স যা একটি দল (Franchisee) অর্জন করে যাতে তারা একটি ব্যবসার (the franchisor)-র জ্ঞান, প্রক্রিয়া এবং ট্রেডমার্ক ব্যবহার করতে পারে এবং সেই নামে পণ্য বিক্রি বা সেবা প্রদান করতে পারে।
Definition in English:
“The right to use a specific name (Pizza Hut, Subway, H & R Block, Blockbuster, Masterworks International) and sell its goods or services in a specific city, region, or country.” -Steven J. Skinner & John M. Ivancevich
Use of “Franchise” in Sentences: