"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Business Ethics in BengaliBusiness Ethics বা ব্যবসা নীতি হলো ব্যবসায়িক কার্যক্রম এবং আচরণের ঠিক বা ভুল হিসেবে মূল্যায়ন। “The evaluation of business activities and behavior as right or wrong.”-Steven J. Skinner & John M. Ivancevich
Definition of Ethics in Bengaliশালীন মানবীয় আচরণের মূল ধারণা এবং মূলনীতিগুলোকে নীতি বা Ethics বলে। এর অধীনে রয়েছে বিশ্বজনীন মূল্যবোধ যেমন: পুরুষ এবং মহিলাদের প্রয়োজনীয় সমতা, মানবিক বা প্রাকৃতিক অধিকার, দেশের আইনের প্রতি আনুগত্য, স্বাস্থ্য, নিরাপত্তা এবং বৃহত্তর প্রাকৃতিক পরিবেশের প্রতি বিবেচনা বা সম্পৃক্ততা।
Definition of Social Audit in BengaliSocial Audit বা সামাজিক নিরীক্ষা হলো একটি প্রতিষ্ঠানের সামাজিক কর্তব্যমূলক কার্যাবলীর কৃতিত্বের নিয়মানুগ পর্যালোচনা। “A systematic review of an organization’s performance of social responsibility activities.” -Steven J. Skinner & John M. Ivancevich
Definition of Insider Trading in BengaliInsider Trading বা ভিতরের লেনদেন হলো পদ বা অন্যের সাথে যোগাযোগের মাধ্যমে যে তথ্য অন্য বিনিয়োগকারীরা বা সাধারণ জনগোষ্ঠী জানে না সে তথ্য প্রাপ্তির ভিত্তিতে শেয়ারের ক্রয় এবং বিক্রয়ের পদ্ধতি।
Definition of Recycling in BengaliRecycling বা পুনর্ব্যবহার হলো বিভিন্ন উপকরণ যেমন: কাগজ, প্লস্টিক, কাঁচ, এবং এ্যালুমিনিয়াম প্রভৃতিকে অন্য পণ্য তৈরীতে আবার ব্যবহার করা। “Reusing materials such as paper, plastic, glass, and aluminum to make other products.”
Definition of Pollution in BengaliPollution বা দূষণ হলো বাতাস, পানি এবং ভূমির অপবিত্রতা। “Contamination of air, water, and land.” বিভিন্ন ধরনের দূষণের মধ্যে প্রধানগুলো হলো বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, প্লাস্টিক দূষণ, ভূমি দূষণ, তেজষ্ক্রিয় দূষণ, তাপ দূষণ এবং দৃশ্য দূষণ।
Definition of Consumerism in BengaliConsumerism বা ভোগবাদ হলো ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে মানুষ, দল এবং প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী। “Activities of individuals, groups, and organizations aimed at protecting consumer rights.” - Steven J. Skinner & John M. Ivancevich
Definition of Social Responsibility in BengaliSocial Responsibility বা সামাজিক কর্তব্য হলো একটি সচেতনতা যে সমাজের ওপর ব্যবসায়িক কার্যাবলীর একটা প্রভাব আছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কোন সিদ্ধান্ত গ্রহণের সময় সেই প্রভাবের কথা বিবেচনায় রাখা।
Definition of Business Plan in BengaliBusiness Plan বা ব্যবসায়িক পরিকল্পনা হলো একটি লিখিত দলিল যা ব্যবসা, দ্রব্য বা সেবা, গ্রাহক, প্রতিযোগিতা, অর্থায়ন এবং ব্যবসায় প্রবেশ করতে ও দ্রব্য বা সেবা তৈরী বা বিক্রি করতে যেসব কার্যাবলী করা প্রয়োজন তার সবকিছুর বর্ণনা। এটি নতুন ব্যবসার একটি সম্পূর্ণ পরিকল্পনা।
Definition of Services in BengaliServices বা সেবাসমূহ হলো অস্পর্শনীয় পণ্যসমূহ যেগুলো বস্তুগতভাবে অধিকার করা যায় না এবং যা কর্মক্ষতা বা প্রচেষ্টার সাথে সম্পর্কিত। “Intangible products that cannot be physically possessed and that involve performance or effort.”